• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩০,

রোজ ডে‍‍` কেন পালন করা হয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৭:৩১ পিএম
রোজ ডে‍‍` কেন পালন করা হয়
সূত্র: সংগৃহীত

রোজ ডে, যা প্রতি বছর ৭ ফেব্রুয়ারি পালিত হয়। ভালোবাসার সপ্তাহের প্রথম দিন এটি। এই দিনটি প্রেমিক-প্রেমিকা, বন্ধু বা পরিবারের সদস্যদের প্রতি স্নেহ ও ভালোবাসা প্রকাশের জন্য গোলাপ উপহার দেওয়া হয়। গোলাপ ফুলের বিভিন্ন রঙ বিভিন্ন অর্থ বহন করে। যা সম্পর্কের প্রকৃতি ও অনুভূতি প্রকাশে সহায়তা করে।

রোজ ডে‍‍`র সঠিক উৎপত্তি সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। তবে, এটি ভ্যালেন্টাইনস উইকের অংশ হিসেবে ২০শ শতাব্দীর শেষের দিকে জনপ্রিয়তা পায়। ভালোবাসার প্রতীক হিসেবে গোলাপের ব্যবহার বহু  প্রাচীন। প্রাচীন গ্রীক ও রোমান সভ্যতায় গোলাপ ছিল প্রেম ও সৌন্দর্যের দেবী অ্যাফ্রোডাইট ও ভেনাসের প্রতীক। সময়ের সঙ্গে সঙ্গে গোলাপ ভালোবাসা, স্নেহ ও প্রশংসার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়।

রোজ ডে কেবল গোলাপ বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি সম্পর্কের গভীরতা ও অনুভূতির প্রকাশের একটি মাধ্যম। প্রিয়জনের প্রতি স্নেহ, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই দিনটি একটি বিশেষ সুযোগ প্রদান করে। গোলাপের প্রতীকী ভাষা ব্যবহার করে মনের কথা সহজে ও সুন্দরভাবে প্রকাশ করা যায়।

তবে জানেন কী, ৭ ফেব্রুয়ারি ছাড়াও অন্য আরও একটি দিন রয়েছে যা বিশ্ব গোলাপ দিবস হিসেবে পরিচিত। দিনটি হলো ২২ সেপ্টেম্বর। এই দিবসটি সারা বিশ্বের ক্যান্সার রোগীদের জন্য উৎসর্গ করা হয়েছে। ক্যানসার রোগীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরিতে এবং ক্যানসার জয় করে সুস্থ হয়ে ওঠার অনুপ্রেরণা জোগানো হয়।

বিশ্ব গোলাপ দিবস পালনের পেছনে ইতিহাস রয়েছে। ১৯৯৪ সালে কানাডায় ১২ বছর বয়সী ক্যান্সার  আক্রান্ত মেলিন্ডা রোজ ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। তার লড়াইকে সম্মান জানিয়ে প্রথম দিবসটি  পালিত হয়। অল্প বয়সেই ম্যারিন্ডা রোজের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকরাও আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু মেলেন্ডা তিন বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে বেঁচে ছিলেন। তার সেই লড়াইকে সম্মান জানিয়ে গোলাপ ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। সেই থেকেই ২২ সেপ্টেম্বরের দিনটিতে বিশ্বজুড়ে  ক্যানসার রোগীদের গোলাপ ফুলসহ শুভেচ্ছা বার্তার কার্ড দিয়ে সম্মান জানানো হয় এবং তাদের অনুপ্রেরণা দেওয়া হয়।

পাশাপাশি ৭ ফেব্রুয়ারি রোজ ডে ভালোবাসার সপ্তাহের গুরুত্বপূর্ণ অংশ। যা সম্পর্কের সৌন্দর্য ও গভীরতা উদযাপন করে। গোলাপের প্রতীকী অর্থ ও তার রঙের মাধ্যমে অনুভূতি প্রকাশের এই প্রথা সময়ের সঙ্গে সঙ্গে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। প্রিয়জনের প্রতি স্নেহ ও ভালোবাসা প্রকাশের জন্য রোজ ডে একটি অনন্য সুযোগ। যা সম্পর্ককে আরও মজবুত ও সুন্দর করে তোলে।

Link copied!