ইতালি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং ঐতিহ্যবাহী স্থাপত্যে সমৃদ্ধ একটি দেশ। দেশটির সিসিলি অঞ্চলের মেসিনা প্রদেশের ছোট্ট গ্রাম কানেটো ডি কারোনিয়ার সৌন্দর্যেও মুগ্ধ থাকেন পর্যটকরা। তবে ছোট্ট এই গ্রামের অদ্ভুত রহস্য লুকিয়ে রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই গ্রামটিতে হঠাৎই আগুন লেগে যায়। যার কারণ এখন পর্যন্ত আড়ালেই রয়ে গেছে।
জানা যায়, কানেটো ডি কারোনিয়া গ্রামের ঘরবাড়ি, আসবাবপত্র, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম যেমন টেলিভিশন, রেফ্রিজারেটর, গদি, কাঠের আসবাবপত্র, পানির পাইপ এমনকি খালি জায়গাতেও হঠাৎই আগুন ধরে যায়। এমন ঘটনার শুরু হয় ২০০৪ সাল থেকে। এরপর থেকে প্রায়ই কোনো কারণ ছাড়া আগুনের ঘটনা ঘটে চলেছে। গ্রামের অনেক মানুষই ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়েও গেছেন।
২০০৭ সালে দেশটির সরকারি রিপোর্টে দাবি করা হয়, হঠাৎ আগুন লাগার কারণ হতে পারে ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরণ। যা ভূগর্ভস্থ কোনো অজানা শক্তি বা সামরিক পরীক্ষার ফলে সৃষ্ট হতে পারে। তবে এই তত্ত্বও পুরোপুরি প্রমাণ করা সম্ভব হয়নি।
গ্রামের কিছু মানুষ বিশ্বাস করেন, হয়তো কোনো অভিশাপ বা অতৃপ্ত আত্মার কারণে আগুন লাগার ঘটনা ঘটে চলেছে। শুধু তাই নয়, স্থানীয়রা দাবি করে, তাদের কাছে কিছু ক্ষেত্রে অদৃশ্য শক্তি অনুভূত হয়। আগুনের পাশাপাশি তারা রহস্যময় আওয়াজও শুনতে পেয়েছেন। বিভিন্ন ধাতব বস্তু নিজের থেকেই গরম হয়ে যেতে দেখেছেন। যা থেকে আগুন লেগে যায়।
কানেটো ডি কারোনিয়া গ্রামের আগুন লাগার কারণ এখনও বিজ্ঞানীদের কৌতূহলের বিষয় হয়ে রয়েছে। প্রকৃতির কোনো গোপন শক্তির কারণেই কি আগুন লাগছে, নাকি অন্য কোনে কারণ রয়েছে সেই রহস্য উদঘাটনে এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা