• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

লস অ্যাঞ্জেলেসে কেন ছড়িয়ে রয়েছে গোলাপি রং!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০৭:২৩ পিএম
লস অ্যাঞ্জেলেসে কেন ছড়িয়ে রয়েছে গোলাপি রং!
ছবি: সংগৃহীত

বিগত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমের খবরের লাইমটাইটে রয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর। খবরের শিরোনামে উঠে এসেছে, দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এই আলোচিত শহর। যেখানে রয়েছে হলিউড সেলিব্রিটিসহ হাজারো মানুষের বাসস্থান। ইতোমধ্যে অধিকাংশ ঘরবাড়িই পুড়ে গেছে। তবুও যেন থামছে না দাবানলের জ্বলন্ত শিখা।

পুরো শহরজুড়ে এখন ব্যস্ত রয়েছেন  অগ্নিনির্বাপণকর্মীরা। কীভাবে এই দাবানলে নিয়ন্ত্রণ আনা যায়, তা নিয়েও চলছে কত প্রচেষ্টা। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গোলাপি রঙে ঢেকে থাকা লস অ্যাঞ্জেলেস শহর। যা নেটিজেনদের কৌতুহলও বাড়াচ্ছে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখা যায়, লস অ্যাঞ্জেলেস শহরটির ঘরবাড়ি, সড়ক আর গাড়ি লাল-গোলাপি গুঁড়ায় ঢাকা পড়েছে। এই গুড়া ফস-চেক নামে পরিচিত।

এপি ২০২২ সালে প্রকাশিত প্রতিবেদনে জানায়,  ফস-চেক গুঁড়া অগ্নিপ্রতিরোধক। বিশ্বে আগুন নেভানোর কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এটি। দাবানলের বিস্তার ঠেকাতে এটি কার্যকর ভূমিকা রাখে। লস অ্যাঞ্জেলেসের দাবানল ঠেকাতে বিশাল এলাকাজুড়ে উড়োজাহাজ থেকে হাজারো গ্যালন লাল-গোলাপি  রঙের গুঁড়া ছিটানো হয়েছে। যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা গেছে, গাড়ি ও রাস্তাঘাটে গোলাপি রঙের গুঁড়ার আস্তর পড়ে রয়েছে।

পেরিমিটার জানায়, ফস-চেকের লাল-গোলাপি রং বৈমানিক ও অগ্নিনির্বাপণকর্মী উভয়ের জন্য দৃশ্যমান থাকে। যা সহজেই দেখা যায়। তাই যেসব এলাকায় আগুন লাগার ঝুঁকি রয়েছে, সেখানে ফস চেক ছড়িয়ে দেওয়া হয়।

ফস চেক পরিস্কারের জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে। শহরের বাসিন্দাদের উদ্দেশে জানানো হয়, ফস চেক গুঁড়া শুকিয়ে গেলে পুরোপুরি পরিষ্কার করা কঠিন হবে। অল্প স্থানে গরম পানি ও সামান্য ডিটারজেন্ট ব্যবহার করে এটি পরিস্কার করা যাবে। বড় স্থান থেকে এটি পরিস্কার করতে পানির উচ্চচাপ ব্যবহার করতে হবে।

এদিকে অগ্নিনির্বাপক ফস-চেকের ব্যবহারের বিষয়ে নানা বিতর্ক রয়েছে। সমালোচকদের মতে, এটি পরিবেশের জন্য ক্ষতিকর। কারণ এতে থাকা রাসায়নিক উপাদান জলাশয়ের মাছ মেরে ফেলে। এছাড়াও জলপথ ও বিপন্ন প্রজাতির আবাসস্থলের মতো পরিবেশগত সংবেদনশীল এলাকায় ফস-চেকের ব্যবহার বাধ্যতামূলকভাবে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের বন পরিষেবা। কিন্তু জননিরাপত্তার স্বার্থে কিংবা হুমকির সম্মুখীন পড়লে  এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলেও জানানো হয়।  তাই পুরো শহরজুড়ে ফস পেকের রঙে রঙিন হয়েছে।

 

সূত্র: বিবিসি

Link copied!