• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অধিকাংশ জিন্সের রং নীল হয় কেন?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৪, ০৪:৫৪ পিএম
অধিকাংশ জিন্সের রং নীল হয় কেন?
ছবি: সংগৃহীত

হাল ফ্যাশনে বড় একটি জায়গা জুড়ে রয়েছে জিন্স। নারী- পুরুষের ফ্যাশনে সমানতালে মাতিয়ে রেখেছে জিন্স পোশাক। যুগ বদলেছে আর যুক্ত হয়েছে নিত্য নতুন ডিজাইন। তবে জিন্স পোশাকের রঙে রকমভেদ খুব কমই এসেছে। বরং বেশিরভাগ জিন্সের রং এখনও নীল হয়। বলা যায়, ফ্যাশনে নীল রঙের জিন্সের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। কারণ জিন্স প্যান্টের কথা মনে পড়লেই চোখের সামনে নীল রঙই ভেসে ওঠে। কারণ জিন্স কাপড়ের বেশির ভাগ পোশাকের রংই নীল হয়। কিন্তু এর কারণ কী, জানেন?

জিন্স পোশাকের ইতিহাস থেকে সঠিক ধারণা পাওয়া যায়। ইতিহাস থেকে জানা যায়, যে ফ্যাব্রিক বা কাপড় থেকে জিনস তৈরি হয়েছিল, তাকে ফরাসি ভাষায় বলা হয় ‘সেরগে’। এটিই নাম দেওয়া হয় ‘সেরগে ডি নিমস’। যা পরবর্তী সময়ে সংক্ষিপ্ত হয়ে ‘ডেনিম’-এ রূপান্তরিত হয়।

আদি যুগ থেকে জিন্স পোশাকের চল থাকলেও তা ফ্যাশনে এতো গুরুত্ব ছিল না। এটি ছিল শ্রমিকদের পোশাক। শ্রমিকরা এই কাপড়ের পোশাক পরে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। বাজারে তখনও বিভিন্ন রঙের জিন্স পাওয়া যেত। কিন্তু নীল রঙের জিন্সেরই কদর বেশি ছিল।

ইতিহাস থেকে জানা যায়, ১৮৫০ সালে লেভিস স্ট্রাউস নামের এক জার্মান ব্যবসায়ী ক্যালিফোর্নিয়ায় জিন্স কাপড়ের বিক্রি শুরু করেন। সেই সময় কয়লাখনি শ্রমিকরা এই কাপড় বেশ পছন্দ করে। কারণ অন্যান্য কাপড়ের তুলনায় জিন্সের কাপড় অনেক মোটা হয়। আর এটি সহজে ছিঁড়েও যায় না। তাই তারা এই কাপড় পরে অনেকদিন কাজ করতে পারতেন। ওই সময়  আমেরিকায় এই জিন্স কাপড় শুধু শ্রমিকরাই পরতেন। অন্যদের মধ্যে তখনও জনপ্রিয় হয়ে উঠেনি।

ওই সময় ডেনিমের পোশাক অনেক রঙের বানানো হয়। কিন্তু শ্রমিকরা অন্য রঙের  জামাকাপড় কিনলে তা সহজেই ময়লা হয়ে যেত। কিন্তু নীল রঙের জিন্স পরলে ময়লা কম হতো। সেই কারণে নীল রঙের জিন্সের বিক্রি বেড়ে যায়। চাহিদা বেড়ে যাওয়ায় ওই সময় নীল রঙের জিন্সে বেশি তৈরিও হতো। যা ধীরে ধীরে গোটা ইউরোপে জনপ্রিয় হয়ে উঠে।

নীল রঙের জিন্স আরও জনপ্রিয়তা পায় যখন তা হলিউডের বিভিন্ন মুভিতে অভিনেতারা পরতে থাকেন। জিন্সের ফ্যাশনেবল পোশাকে অভিনেতা ট্রেন্ড তৈরি করেন। গোটা আমেরিকা সেই ট্রেন্ড অনুসরণ শুরু করে। পরে বিশ্বের বিভিন্ন দেশে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। সব রঙকে ছাপিয়ে নীল রঙের জিন্সই ফ্যাশনের বাজার দখল করে নেয়। যা এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষেই রয়েছে।

Link copied!