দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। প্রতিবছরই ডেঙ্গু রোগে আক্রান্ত হয় মানুষ। মশাবাহী এই রোগটি এখন মারাত্মক আকার ধারণ করে। মৃত্যুহার আরও বেড়েছে এ বছর। ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
তবে মশার কামড়ে শুধু ডেঙ্গুই নয়, আরও অনেক রোগই হয়। তাই মশা থেকে সতর্ক থাকা ছাড়া কোনও বিকল্প নেই। মশা কেন কামড়ায় বা কাদের বেশি কামড়ায় জানেন? গবেষণা বলছে, নির্দিষ্ট কিছু কারণেই মশা কামড়ায়। আবার নির্দিষ্ট কিছু মানুষকে মশা বেশি কামড়ায়।
নিউইয়র্কের রকফেলার বিশ্ববিদ্যালয়ের স্নায়ুজীববিদ্যার গবেষক লেসলি ভসহলের নেতৃত্বে একটি গবেষণা পরিচালিত হয়। গবেষণায় বলা হয়, কিছু কিছু মানুষের চামড়ায় এমন কিছু উপাদান থাকে যা মশাকে আকৃষ্ট করে। সারাজীবনই সেই উপাদানগুলো ত্বকে পাওয়া যায়। তাই চিরকালই তাদের প্রতি মশা বেশি আকৃষ্ট হয়।
গবেষকদের দাবি, যাদের মশা বেশি কামড়াচ্ছে তাদের ত্বকে কিছু বিশেষ ধরনের অ্যাসিড ক্ষরিত হয়। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে এই অ্যাসিডগুলো গুরুত্বপূর্ণ। ত্বক ভেদে বিভিন্ন মানুষের দেহে বিভিন্ন হারে এই উপাদানগুলো ক্ষরিত হয়। ত্বকে বসবাসকারী কিছু ব্যাক্টেরিয়া এই অ্যাসিড থেকে উৎপাদিত ‘পিচ্ছিল’ কণাগুলোর উপর নির্ভর করে বেঁচে থাকে।
বিশেষজ্ঞরা আরও জানান, শরীরে অতিরিক্ত ঘাম হলে মশা কামড়ানোর শঙ্কা থাকে। ঘামের সঙ্গে ল্যাকটিক অ্যাসিড এবং অ্যমেনিয়ার গন্ধ রয়েছে। যা মশাকে আকৃষ্ট করে। তাই ঘাম যেন না হয় তা খেয়াল রাখতে হবে।
শরীর থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। যাদের শরীরে এটি বেশি নির্গত হয় তাদেরই মশা বেশি কামড়ায়। কারণ মশার মস্তিষ্কের সঙ্গে এক গভীর যোগ রয়েছে CO2 এর। যা মশাকে আকৃষ্ট করে।
কালো রঙের পোশাক পড়লেও মশা আপনাকে বেশি কামড়াবে। বিশেষ করে গাঢ় রঙের পোশাকে মশা বেশি কামড়ায়। তাই কালো বা নীল রংয়ের পোশাক এই সময় না পরাই ভালো। এতে মশা আকৃষ্ট হবে না।
মশার কামড় থেকে রেহাই পান না অন্তঃস্বত্তা নারীরা। এইসময় তাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের গন্ধ থাকে। যা মশাদের আকৃষ্ট করে।
অ্যালকোহল বেশি খেলেও মশা কামড়াবে। ক্যালকোহল পানে শরীর গরম হয়ে যায়। এতে ঘামও বাড়ে। তখনই মশা বেশি কামড়ায়।
মশা শিশুদেরও বেশি কামড়ায়। বিকেলের আগে খোলা স্থানে ঘুরলে বা খেলাধূলা করার সময় মশা কামড়াতে পারে। শিশুরাই এই সময় বেশি খেলাধূলা করে। তাই এই দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। বাচ্চাদের ফুলহাতা জামা পড়িয়ে রাখুন এবং মস্কুইটো রেলেপেন্ট ক্রিম ব্যবহার করুন।