নতুন সংসারে নতুন বিছানা কিনেছেন? এর সঙ্গে কী কিনবেন, বেডকভার না বেডশিট? দোকানে গিয়ে রীতিমতো দ্বিধায় রয়েছেন। ভাবছেন, বেডকভার ভারী, কাচাকুচি করা কঠিন হবে। বেডশিট সেই তুলনায় হালকা হবে। আবার বেডশিটের তুলনায় বেডকভার অনেকটাই বড়। তাহলে কোনটা ভালো হবে?
বেডশিট সাধারণত দু’ধরনের হয়। ফিটেড শিট এবং ফ্ল্যাট শিট। কিছু কিছু শিটের চার ধারে শক্ত ইলাস্টিক দেওয়া থাকে। যেগুলো গদি বা ম্যাট্রেসের সঙ্গে আটকে দেওয়া যায়। এগুলো হলো ফিটেড শিট। এটি বিভিন্ন মাপের হতে পারে।
আবার যে শিটগুলো বিছানায় পাতার পরে গদির চারপাশে সমান করে গুঁজে দেওয়া যায় সেগুলো হলো ফ্ল্যাট শিট। বেডশিটের ফ্যাব্রিকও বিভিন্ন ধরনের হতে পারে। তবে যেহেতু এগুলো প্রতিদিনের ব্যবহারের জন্য, তাই বেশির ভাগ বেডশিট সুতির হয়। এছাড়া লিনেন, মাইক্রোফাইবারের বেডশিটও এখন বাজারে পাওয়া যায়।
অন্যদিকে অনেক ধরনের বেডকভার আছে। বিলাসবহুল হোটেলে গেলে দেখা যায়, বেডশিটের ওপর চাদরের মতোই বিশেষ এক ধরনের কভার রাখা থাকে। যেটি ডুভে কভার নামে পরিচিত। আবার সাধারণ বেডশিটের চেয়ে মোটা কিন্তু কম্বলের চেয়ে পাতলা এক ধরনের কভার পাওয়া যায়, যা কুইল্ট নামে পরিচিত।
বিছানায় রাখা বেডশিট দিয়ে মাথার কাছে রাখা বালিশসহ ঢেকে দেওয়া হয়। উপর থেকে এক ধরনের কভার বিছানো হয়। যার নাম হল কভারলেট। মাটিছোঁয়া এই বিশেষ চাদরকে ব্রেডস্প্রেডও বলেন অনেকে। স্যাটিন, সিল্ক, লিনেন বা ভেলভেট কাপড়ের তৈরি হয় এই বেডকভারগুলো। এছাড়া সূক্ষ্ম এমব্রয়ডারি করা বেডকভারও পাওয়া যায়।
কোনটি আরাম? আরামের দিক থেকে বেডশিট খানিকটা এগিয়ে। এটি সুতি কাপড়ের তৈরি হয়। গদির ওপর বিছানোর জন্য এটিই উপযুক্ত। তবে বিছানার সুরক্ষার কথা ভাবলে বেডকভার কেনা ভালো। গদি, বেডশিট, বালিশের উপর বিছানো বেডকভার, বাইরের ধুলোময়লা থেকে বাঁচিয়ে রাখে।
বেডশিট সহজেই ধোয়া যায়। আর বেডকভার ধুতে হবে এর ফ্যাব্রিকের ধরণবুঝে। তাই নিজের প্রয়োজন আর সুবিধামতো যেকোনো একটি কিনে নিন।