যা হতে পারে পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসের উপহার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ০৩:১৪ পিএম
যা হতে পারে পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসের উপহার

বসন্তের হাত ধরে ভালোবাসা এসেছে। ভাবছেন প্রিয়জনকে কী উপহার দেবেন? চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী উপহার দিতে পারি প্রিয়জনকে—

বাহারি ফুল
ফুল ফাগুনের মেলায় সবার আগে পছন্দের তালিকা ভরে থাকুক ফুলের ডালিতে। গন্ধে ভালোবাসায় প্রিয়জনের উষ্ণতায় রঙিন হোক বিশেষ দিন। বিভিন্ন রঙের গোলাপ দিয়েও তৈরি করতে পারেন ফুলের তোড়া। শাহবাগ মোড়েই পেয়ে যাবেন অনেকগুলো ফুলের দোকান।  

বই
মনের মানুষটি যদি বই পড়তে পছন্দ করেন তবে চোখ বন্ধ করে তার পছন্দের লেখকের বই অথবা আপনার পছন্দের কোনো বই উপহার দিতে পারেন। প্রতি বছরের মতো এবারও বাংলা একাডেমি বইমেলা চলছে। একাডেমি প্রাঙ্গন ও সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন স্টল রয়েছে।

চকলেট
চকলেট খেতে পছন্দ করেন না এমন মানুষ কমই আছেন। আর সে চকলেট যদি আসে প্রিয়জনের কাছ থেকে, তাহলে তো চকলেটের স্বাদ আরও মিষ্টি হয়ে যায়। প্রিয়জনকে চকলেট দিয়েও খুশি করতে পারেন।

খাদ্য 
প্রিয় মানষটি কী খেতে পছন্দ করেন তা জেনে নিয়ে সে খাবারটিও উপহার হিসেবে দিতে পারেন অনায়াসে।

পোশাক
বসন্তের প্রধান দাবিদার পোশাক। কে না চায় এই ফাল্গুনে নতুন কোন পোশাকে পরে একা বা প্রিয়জনের সাথে ঘুরতে যেতে। তাই চট করে বাজেটের মধ্যে কিনে উপহার দিয়ে ফেলুন প্রিয়জনের পোশাকটি।

Link copied!