কিছু মিথ্যা ক্ষতিকর না, কিন্তু কিছু মিথ্যা পরস্পরের সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে। সুন্দর সম্পর্কে দুজনকেই দুজনের কাছে স্বচ্ছ থাকা উচিত। প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে একে অপরের প্রতি অগাধ বিশ্বাস রাখা জরুরি। তাই বলে অন্ধ বিশ্বাস করা ঠিক না। খেয়াল রাখতে হবে সঙ্গী আপনার সঙ্গে মিথ্যা বলছে না তো। মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার চোখে মুখে তা ফুটে ওঠে। আবার অনেক সময় এভাবে বুঝাও যায় না। তবে কয়েকটি লক্ষণ থাকলে বুঝতে পারবেন আপনার সঙ্গী আপনার সঙ্গে মিথ্যা বলছে। চলুন দেখে নেই, কীভাবে বুঝবেন আপনার সঙ্গী মিথ্যা বলছে-
- মিথ্যা বলার সময় স্নায়ুর চাপ ও শরীরে রাসায়নিক বিক্রিয়ার কারণে তিনি মুখ চুলকায়। এ ছাড়া নাক ও থুতনি স্পর্শ করেন অথবা নাকের নিচে আঙুল দিয়ে ঘষেন
- মিথ্যা কথা বলতে গেলে আত্মবিশ্বাস কমে যায়। যার কারণে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না। তাই কথা বলার সময় সঙ্গীর চোখের দিকে তাকান। কোন কিছুতে সন্দেহ মনে হলে তাকে চোখে চোখ রেখে বলতে বলুন।
- মিথ্যা বলার সময় কথার ফ্লো থাকবে না। এলোমেলো হয়ে যাবে। এমনকি তখন তিনি নিজের ঠোঁট কামড়াবে।
- একই কথা বার বার বললে বা বলার সময় চোখ পিট পিট করলেও ভাবতে হবে সঙ্গী মিথ্যা বলছে না তো।
- আপনার সঙ্গী যখন হঠাৎ কথা বলা কমিয়ে দেয় কিংবা আপনার প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়েই সেরে নেয় তখন সাবধান হতে হবে। অনেক সময় সত্য বিষয়টা আপনাকে জানাবে না বলেই এরকম করতে পারে।
- যদি আপনার সঙ্গী কথা বলার সময় তার শ্বাসপ্রশ্বাস খুব দ্রুত বা খুব বেশি ধীর হয় তখন কথাগুলো মিথ্যা হওয়ার সম্ভাবনা কিংবা আশঙ্কাই বেশি।
- মিথ্যা কথা বলার সময় অনেকের গলার স্বর বদলে যায়। অর্থাৎ তারা তখন স্বাভাবিক স্বরে কথা বলতে পারেন না। কয়েকবার কাশি দেয় বা গলা পরিষ্কার করে তখন বুঝতে হবে কোন গোলমাল আছে। তখন সতর্ক হতে হবে।