প্রিয় ঘরকে সাজাতে কেনা পছন্দ করে। শৌখিনতা ছোয়া দিতে সবুজ গাছপালা ঘরের শোভা আরও বাড়িয়ে তোলে। ঘরের বিভিন্ন কোণে বিভিন্ন ধরণের গাছ লাগান। সবুজের স্পর্শে ঘর হয়ে উঠবে প্রাণবন্ত।
ঘর জুড়ে সবুজের ছোঁয়া থাকলে বদলে যায় পুরো রূপ। ঘর সাজাতে ছোট, বড়, লতানো রকমারি গাছ লাগানো যায়। যা শোভা পেতে পারে ঘরের বিভিন্ন কোণায়। শোয়ার ঘর, বসার ঘর, রান্নঘর এবং বাথরুমেও গাছ রাখা যেতে পারে।
টেবিল শৌখিন টবে ছোট গাছ লাগানো যাবে। আবার ঝুলন্ত টব দিয়ে পুরো জানালা সাজিয়ে নেওয়া যাবে। সবজির গাছ দিয়ে সাজিয়ে নিতে পারেন রান্নাঘরের কোনো কোণা।
খেলায় রাখবেন, গাছের জন্য পর্যাপ্ত আলো-বাতাস দরকার হয়। ঘর, করিডের যে জায়গাই গাছ দিয়ে সাজান না কেন সেখানে অল্প হলেও সূর্যালোক থাকা প্রয়োজন।
ছোট গাছ সাজানোর জন্য ঘরের দেওয়ালে তাক করে নিতে পারেন। আবার ঘরের কোণে লম্বাটে টবে একটু বড় মাপের গাছ রাখা যেতে পারে।
বাড়িতে চওড়া সিঁড়ি থাকলে, প্রতিটি ধাপে বাহারি গাছ রাখতে পারেন। সিঁড়িতে ওঠার চওড়া ধাপও সবুজে সাজালে রূপই বদলে যাবে।
যেসব গাছ বেড়ে উঠতে কম আলো আর বাতাসের প্রয়োজন হয়, সেগুলো ঘরের ভেতরে রাখতে পারেন। বিভিন্ন রকম সাকুলেন্ট, ফুল ফোটে এমন ক্যাকটাস বেছে নেওয়া যায়। পাতাবাহার গাছও এক্ষেত্রে ভালো হবে। আবার পিস লিলির মতো গাছ রাখলে ঘর আলো করে থাকবে ফুল।
ঘরে সাজানোর জন্য অন্তত তিন ফুট উচ্চতার গাছ বেছে নিন। পোথোস, স্নেকপ্ল্যান্ট, ইংলিশ আইভি, পাম — এমন অনেক কিছুই তালিকায় রাখতে পারেন। ছোট-বড় গাছ মিলিয়ে রাখুন। এতে ঘরের সৌন্দর্য বেড়ে যাবে। বড় গাছ ঘরের কোণ, বারান্দায় রাখুন।
টেবিলে রাখার জন্য কম উচ্চতার গাছ বেছে নিন। ঘরের আকার, মেঝের দিকেও খেয়াল রাখুন। সবদিক বিবেচনা করেই গাছ বাছাই করুন। গাছ যেন ঠিক ভাবে বেড়ে উঠতে পারে, সেই পরিবেশ তৈরি করুন।
ঘরের কোণে গাছ রাখার জায়গা না থাকলে জানলার উপর থেকে লতানে গাছ ঝুলিয়ে দিন। দেয়ালে গাছ লাগানোর উল্লম্ব বা আড়াআড়ি শৌখিন প্ল্যান্টার বেছে নিন। বাড়ির বারান্দায় বা ঘরের যো দেওয়ালে রোদ পড়ে সেখানে উল্লম্ব ভাবে গাছ লাগান। বিশেষ ধাঁচের খাঁচা বা তাক তৈরি করে নিন। যেখানে রাখতে পারেন ফল, সবজি ও বাহারি গাছ।