বড়দিনের কেনাকাটায় কী কী থাকছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৯:৩৫ পিএম
বড়দিনের কেনাকাটায় কী কী থাকছে
সূত্র: সংগৃহীত

কদিন পরই শুরু হচ্ছে খ্রিষ্টান ধর্মাম্বলীদের সবচেয়ে বড় উত্সব ক্রিসমাস ডে বা বড়দিন। ইতোমধ্যে বড়দিনের আয়োজন শুরু হয়েছে। শহরজুড়ে চলছে আলোকসজ্জার আয়োজন। সেই সঙ্গে ধুম পড়েছেন কেনাকাটায়। বড়দিনকে ঘিরে ঘরকে নতুন করে সাজানো হয়। নতুন সব জিনিস আর আলোকসজ্জায় সেজে উঠে ঘরবাড়ি। আর নতুন পোশাক তো থাকেই। সবমিলিয়ে কেনাকাটায় চলছে  ব্যস্ততা। বিক্রেতারা বড়দিনের বিশেষ আয়োজন সাজিয়ে বসেছেন। আর ক্রেতারাও পছন্দমতো পোশাক, জিনিসপত্র ও উপহার সামগ্রী কিনছেন। তাই বলা যায়, বড়দিনের উত্সবকে উদযাপন করতে প্রস্তুতি চলছে শহরজুড়েই।

রাজধানীর মার্কেট জুড়ে এখন কেনাকাটার ধুম পড়েছে। দোকানে সারি সারি করে সাজানো রয়েছে সান্তা ক্লজ, ক্রিস্টমাস ট্রি, সান্তা ক্লজ টুপিসহ ক্রিসমাস ট্রি সাজানোর নানা উপকরণ ৷ ঐতিহ্যবাহী সাজের  দোকানে এখন নানা রঙে ও নানা আকারে ক্রিস্টমাস ট্রি দিয়ে সাজানো রয়েছে। হলুদ আলো কিংবা সাদা আলোয় আলোকিত রয়েছে সেসব ক্রিসমাস ট্রি। সান্তা ক্লজের বড় বড় পুতুলও পাওয়া যাচ্ছে। সান্তা ক্লজের গিফট বক্স, চেন, বেল, স্টারসহ আরও কত কী রয়েছে কেনাকাটার তালিকায় ৷ নিউমার্কেটসহ শহরের বড় বড় মার্কেটের দোকান ঘুরলেই মিলবে পছন্দসই সাজানোর রকমারি জিনিস।

ক্রিসমাস উপলক্ষে দেশিয় ফ্যাশনহাউজগুলোও পোশাকের কালেকশনে নতুনত্ব এনেছে। সান্তা ক্লজের রঙের সাদা লাল পোশাক ছাড়াও বাহারি রঙের পোশাক জায়গা করে নিয়েছে বড়দিনের কালেকশনে। থাকছে নতুন ডিজাইনের নতুন পোশাক। সব বয়সীদের জন্যই রাখা হয়েছে সেসব কালেকশন। শীতের পোশাকেও ক্রিসমাসের থিম রাখা হয়েছে। শীতের রাতে ক্রিসমাস উদযাপনকে আরামদায়ক করতে শীত পোশাকে ভ্যারিয়েশন আনা হয়েছে। তবে ক্রিসমাস পার্টিতে উপস্থিত হতে ভারী পোশাকের দিকেই ঝুঁকছে ক্রেতারা।

ক্রিসমাসের প্রধান আকর্ষণ ক্রিস্টমাস ট্রি। শহরের বিভিন্ন দোকানে ক্রিসমাস ট্রির কালেকশন রাখা হয়েছে। বাড়িতে বাড়িতে বড়দিন উদযাপনে ক্রিসমাস ট্রি সাজানো হয়ে থাকে। যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। তাই ক্রিসমাস ট্রি কেনা নিয়েও চলছে ব্যস্ততা। সাধারণত ক্রিসমাস ট্রির মাপ অনুযায়ী এর দাম নির্ধারণ করা হয়। আলো সমেত ছোট ক্রিস্টমাস ট্রি‍‍`র দাম ৫৫০ থেকে ৮০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। মাঝারি সাইজের আলো দেওয়া ক্রিস্টমাস ট্রি‍‍`র দাম পড়ছে ২০০০ টাকা থেকে ৪০০০ টাকা। আর বড় সাইজের আলো দেওয়া ক্রিস্টমাস ট্রি‍‍`র দাম রাখা হচ্ছে ৫০০০ টাকা থেকে ৭০০০ টাকার মধ্যেই। এছাড়াও সান্তা ক্লজের পুতুলের দাম রাখা হচ্ছে ৩০০০ টাকা থেকে ৫০০০ টাকার মধ্যে। আর মার্কেটের দোকান অনুসারে ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী দাম নির্ভর করছে।

ক্রিসমাস উদযাপনের বড় অংশ জুড়ে থাকে উপহার আদান প্রদান। প্রিয়জন ও পরিবারের অন্যান্যদের উপহার দেওয়া নেওয়ার রীতি থাকে এই উত্সবে। তাছাড়া সান্তা ক্লজও বাচ্চাদের জন্য বিশেষ উপহারের আয়োজন করে। তাই ক্রিসমাস উদযাপনকে ঘিরে উপহার কেনাতেও থাকে বিশেষ নজর। ছোট বড় সবার জন্য উপহার কিনতে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। পোশাক, চকলেটসহ নানা ধরণের জিনিস থাকে উপহারের তালিকায়। তাই ক্রিসমাস কেনাকাটায় উপহার কেনার তালিকাটা আগেই করে রাখুন। সেই সঙ্গে বাজেট ঠিক করাও সহজ হবে।

ক্রিসমাস কেনাকাটার তালিকায় অন্যতম আকর্ষণ থাকে কেক। ক্রিসমাসের দিনটিতে ঘরে ঘরে কেক বানানো হয়। কিংবা কেউ দোকান থেকেও অর্ডার করে কেক কেনেন। যারা বাড়িতেই কেক বানাতে পছন্দ করেন তারা কেক তৈরি বিভিন্ন সামগ্রী কিনে রাখতে পারেন। সেই সঙ্গে কেক ডেকোরেশনের হরেক রকমের জিনিস পাওয়া যায়। যা দিয়ে ক্রিসমাসের কেককে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন।

অনলাইনেও এখন ক্রিসমাস কেনাকাটায় সরগরম। ক্রিসমাস উপলক্ষে বিভিন্ন পেইজে অফার রাখা হয়েছে। পোশাকসহ ক্রিসমাসের অন্যান্য উপকরণেও রাখা হচ্ছে বিশেষ ছাড়। পছন্দমতো যেকোনো কিছুই অনলাইন থেকে ক্রেতারা কিনে নিতে পারছেন সহজেই।

Link copied!