প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে গাড়ির দুনিয়ায়ও নতুনত্ব আসে। প্রস্তুত করা হয় আধুনিক প্রযুক্তির নতুন গাড়ি। আবার পুরোনো গাড়িতেও প্রযুক্তির ব্যবহার করে আধুনিকায়ন করা হয়। তেমনই একটি গাড়ি হলো `The American Dream`। লিমুজিনের এই মডেলটি বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি হিসেবে পরিচিত।
বিশ্বের সবচেয়ে বড় এই গাড়িতে সুইমিং পুল থেকে হেলিপ্যাড- কী নেই! ২৬টি চাকা এবং দুটি শক্তিশালী ভিএইট ইঞ্জিন রয়েছে। যা সামনের এবং পিছনের দুই প্রান্তে লাগানো রয়েছে। বিলাসবহুল এই গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাড, মিনি-গলফ কোর্স, ফ্রিজ, টেলিফোনের সুবিধা। বলা যায়, এটি একটি চলমান প্রাসাদ।
জানা যায়, বিরল মডেলের আমেরিকান ড্রিম গাড়িটি ১৯৮৬ সালে তৈরি করা হয়। পরে গাড়িটি ৩৬ বছর পর পুনরুদ্ধার করা হয়। তিন বছর ধরে প্রায় ২৫০,০০০ ডলার খরচ করে আবারও নতুন করে তৈরি করা হয়। গাড়িটি মূলত ১৮.২৮ মিটার (৬০ ফুট) লম্বা ছিল। নতুন করে তৈরির সময় এটির দৈর্ঘ্য আরও বাড়ানো হয়৷ যার বর্তমানের দৈর্ঘ্য ৩০.৫৪ মিটার (১০০ ফুট এবং ১.৫ ইঞ্চি লম্বা)।বিশাল এই গাড়িতে একসঙ্গে ৭৫ জনেরও বেশি যাত্রী সফর করতে পারেন।