• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেস কনট্যুরিং করতে যা জানতে হবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৭, ২০২৪, ০৪:৫২ পিএম
ফেস কনট্যুরিং করতে যা জানতে হবে
ছবি: সংগৃহীত

সুন্দর থাকতে সবাই চায়। আবার সুন্দর দেখতেও সবার কাম্য। সুন্দর সবকিছুই অন্যকে আকৃষ্ট করে। তাই সুন্দরের পেছনে ছুটে চলে গোটা দুনিয়া। নারী পুরুষেরা সুন্দর হতে কত কিছুই না করে। মুখের খুঁত অনেকাংশেই ঢেকে রাখতে চায়। খুঁত ঢাকতে কেউ প্লাস্টিক সার্জারি করে। আবার কেউ মেকআপ দিয়েও খুঁত ঢেকে নিচ্ছে। মেকআপ দিয়ে নিখুঁত মুখ পেতে করা হয় কনট্যুরিং। যা করে নিখুঁত মেকআপে সুন্দর হয়ে উঠে মানুষের মুখ।

 মেকআপ করার অন্যতম হচ্ছে ফেস কনট্যুরিং। বাঁকা নাককে শেপ করে দেওয়া, স্থূল গালকে চাপিয়ে দেওয়া, আবার পুরো মুখের আকৃতিকে সুন্দর করে তোলা যায় ফেস কনট্যুরিং করে। 

নাক, চোখ, মুখের আকৃতিতে নিজের পছন্দমতো করে দেওয়া যায় বলেই বর্তমান সময়ে কনট্যুরিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে কাজটি বেশ দক্ষতার সঙ্গে করতে হয়। কাঁচা হাতের কাজ হলেই হতে পারে অঘটন। ভেস্তে যেতে পারে মেকআপ। তাই ফেস কনট্যুরিং করার সময় কিছু ভুল করা যাবে না।

  • ফেস কনট্যুরিংয়ের জন্য সঠিক রং বেছে নিতে হবে। ত্বকের রঙের সঙ্গে মানানসই রং বেছে নেওয়া জরুরি। খুব গাঢ় বা খুব হালকা রং দিয়ে কনট্যুরিং করা যাবে না। তাতে পুরো মুখের মেকআপ কৃত্রিম দেখাবে। মনে রাখবেন, ত্বকের রঙের চেয়ে এক বা দুই শেড গাঢ় কনট্যুর বেছে নিতে হবে। হালকা মেকআপের সময় হালকা রং বেছে নিন। ত্বকের রঙের চেয়ে একসেড গাঢ় রং দিয়ে কনট্যুরিং করলে তা দেখতে ভালো লাগবে।
  • গাল থেকে নাক সুন্দর দেখাতে অতিরিক্ত কনট্যুর ব্যবহার করা ঠিক হবে না। কনট্যুরের ব্যবহার এমন ভাবে করতে হবে, যাতে মুখ আরও সুন্দর দেখায়। রঙের আলাদা প্রলেপ যেন বোঝ না যায়।
  • মুখের কোন অংশগুলো কীভাবে কনট্যুরিং করতে হয় তা আগে জেনে নিন। চোয়াল, গাল, নাক ঠিক কোন অংশটাতে কনট্যুরিং করতে হবে তা জানা থাকলে ভালোভাবে করা যাবে। কনট্যুরিংয়ের রং কীভাবে মেশাতে হবে তাও জানতে হবে। ভালোভাবে মেশানো না হলে , তা জানতে হবে। নয়তো মুখের আকৃতি বদলে যাবে।
  • কনট্যুরিং করার পর তা ভালোভাবে না মেশালে অত্যন্ত কৃত্রিম দেখাবে। এক্ষেত্রে স্পঞ্জ ব্যবহার করতে পারেন।
  • প্রত্যেকের মুখের গড়ন অনুযায়ী কনট্যুরিং করতে হবে। কীভাবে কনট্যুরিং করলে মুখের কোন অংশ আরও তীক্ষ্ম দেখাবে তা দেখে করুন। নয়তো পুরো সাজই নষ্ট হয়ে যাবে।
Link copied!