বিশ্বজুড়ে প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোজ ডে পালিত হয়। এটি ভালোবাসার সপ্তাহের প্রথম দিন। এই দিনে প্রেমিক-প্রেমিকা, বন্ধু বা পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসেবে গোলাপ উপহার দেওয়া হয়। সাধারণত রোজ ডে`তে প্রিয়জনকে গোলাপ উপহার দেওয়াই প্রধান রীতি। তবে এই রীতির বাইরে গিয়েও দিনটিকে বিশেষ করে তুলতে পারেন।
ব্যক্তিগত বার্তাসহ গোলাপ উপহার
রোজ ডে-তে গোলাপ উপহারের সঙ্গে একটি হৃদয়গ্রাহী নোট বা চিঠি সংযুক্ত করে দিতে পারেন। যা প্রিয়জনের কাছে দিনটি আরও স্মরণীয় করে তুলবে। ব্যক্তিগত যেকোনো বার্তাই হতে পারে। মনের না বলা কথা কিংবা কৃতজ্ঞতা প্রকাশ, শুভকামনাসহ যেকোনো বার্তাই প্রিয়জনের মন ছুঁয়ে যাবে।
গোলাপের তোড়া
সাধারণত একটি রঙের গোলাপ দিয়ে সম্পর্কের গভীরতা প্রকাশ করা হয়। তবে প্রিয়জনকে বিশেষ অনুভূতি দিতে বিভিন্ন রঙের গোলাপ দিয়ে একটি সুন্দর তোড়া তৈরি করে দিতে পারেন। এতে প্রিয়জনের সঙ্গে আপনার সম্পর্কের বিভিন্ন মাত্রা প্রকাশ করবে।
গোলাপের থিমে গৃহসজ্জা
প্রিয়জনকে চমকে দিতে বাড়ি বা ঘরের একটি অংশ গোলাপ দিয়ে সাজিয়ে তুলুন। প্রিয়জনের জন্য বিশেষ মুহূর্ত তৈরি করুন। যেখানে শুধু গোলাপ দিয়েই সাজানো থাকবে। সঙ্গে হালকা মিউজিকও রাখতে পারেন।
গোলাপ ভিত্তিক উপহার
যেহেতু দিনটি রোজ ডে, তাই গোলাপ ভিত্তিক উপহার প্রিয়জনের জন্য বেছে নিতে পারেন। গোলাপ সুগন্ধি, গোলাপ আকৃতির জুয়েলারি বা গোলাপের নকশাযুক্ত পোশাক উপহার হিসেবে দেওয়া যেতে পারে। এটি দিনটিকে আরও বিশেষ করে তুলবে।
গোলাপ গাছ রোপণ
প্রিয়জন যদি গাছ বা প্রকৃতি পছন্দ করেন, তাহলে এই দিনটিতে তাকে সঙ্গে নিয়ে একটি গোলাপ গাছ রোপণ করতে পারেন। প্রতিবছর গাছটির দিকে তাকিয়ে নিজেদের সুন্দর মুহূর্তগুলো মনে পড়বে। এতে সম্পর্কের স্থায়িত্ব ও বৃদ্ধি প্রতিফলিত হবে।