নতুন বছরের শুরু হয়েছে। ইতোমধ্যে স্কুল, কলেজে ক্লাসও শুরু হয়ে গেছে। নতুন শ্রেণির বইও সন্তানের হাতে চলে এসেছে। কিন্তু বিগত বছরের মতো এবারও সন্তান পাঠ্যবইয়ের প্রতি উদাসীন থাকছে। নতুন বই হাতে নেওয়ার উত্তেজনা থাকলেও তা পড়ার প্রতি তেমন আগ্রহ দেখায় না। বরং ক্লাস শুরু হলেও সন্তানের চোখ আটকে রয়েছে টিভি, মোবাইল, আইপ্যাড কিংবা ল্যাপটপে। এমন অবস্থায় চিন্তিত থাকেন বাবা মা। কী করবেন, পাঠ্যবইয়ে সন্তানের আগ্রহ কীভাবে বাড়াবেন তা বুঝে উঠতে পারেন না। গেম খেলা বা ভিডিও দেখা থেকে সরিয়ে তাদেরকে পাঠ্যবইয়ে মনোনিবেশ করার চেষ্টা অভিভাবককেই করতে হবে।। হঠাৎ করে সন্তানের আগ্রহ বাড়ানো সম্ভব না। তাই একটু একটু করেই চেষ্টা করে যান। সন্তানের পাঠ্যবইয়ের প্রতি আগ্রহ ফিরিয়ে আনতে কী করা যায়, তা কিছু পরামর্শ রইল এই আয়োজনে।
মোবাইলের স্ক্রিনটাইম বেঁধে দিন
মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনটাইম নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁধে দিন। দিনের কিছুটা সময় জন্যই স্ক্রিনটাইম দিন। এক ঘণ্টা টিভি দেখা বা মোবাইলে গেম খেলার জন্য দিন। অন্য সময় যেন সন্তান স্ক্রিনটাইমে না বসে তা খেয়াল রাখুন। প্রয়োজনে অন্য অবসর সময়ে বিভিন্ন গল্পের বই পড়ানোর অভ্যাস করুন।
রুটিন ঠিক করুন
সন্তানের সারাদিনের কার্যকলাপের একটি রুটিন ঠিক করে দিন। কখন কোন বিষয় পড়বে তা ঠিক করুন। সময় বেঁধে দিন। রুটিনের মধ্যে থাকলে ধীরে ধীরে তা সন্তানের অভ্যাস হয়ে যাবে।
গল্প বলুন
সন্তানের মধ্যে পড়ার আগ্রহ তৈরি করতে চাইলে ছোট থেকেই গল্প শোনার অভ্যাস করুন। খাওয়ার সময় মোবাইল না দিয়ে নানা রকম গল্প শোনান। এতে শিশুর পাঠ্যবইয়ের গল্পের প্রতি আগ্রহ বাড়বে।
আপনিও পড়ুন
সন্তানের সামনে আপনিও বই, ম্যাগাজিন, খবরের কাগজ পড়ুন। স্বাভাবিকভাবেই সন্তানেরও পড়ার অভ্যাস হবে। ছোটরা বড়দেরই অনুকরণ করে। তাই অভিভাবকদের আগে পড়ার আগ্রহ দেখাতে হবে। এরপর সন্তানও পড়ার প্রতি আগ্রহ দেখাবে। সন্তানের পাঠ্যবইও আপনি আগে পড়ে শোনাতে পারেন। সন্তানও আগ্রহ নিয়ে পড়বে।
লাইব্রেরির সঙ্গে পরিচয়
ছুটির দিনে সন্তানকে নিয়ে লাইব্রেরিতে যেতে পারেন। নয়তো বইয়ের দোকানেও যেতে পারেন। নিজে হাতে করে বই স্পর্শ করলে সন্তানের আগ্রহ বাড়বে। লাইব্রেরিতে সময় কাটালে বই পড়ার প্রতি নেশা তৈরি হবে।