একটি ভালো সম্পর্ক মানে সে সম্পর্কে থাকবে একে অপরের প্রতি ভালোবাসা। আর সেই ভালোবাসা বাড়বে বিশ্বাসের সঙ্গে। সম্পর্কে বিশ্বাস থাকলেই তবে সম্পর্ক ভালো থাকে। তাই সম্পর্ক ভালো রাখতে প্রতিনিয়ত বিশ্বাস বাড়াতে হবে। তবে শুধু মুখে বললেই তো আর বিশ্বাস বাড়ে না বিশ্বাস বাড়াতে কিছু কাজ করতে হয়। সঙ্গীর সঙ্গে আচরণে কিছু স্বাস্থ্যকর অভ্যাস আয়ত্ত করতে হয়। যেমন-
সঙ্গীর সঙ্গে মন খুলে কথা বলুন। আপনার পাশের মানুষটিও যাবে আপনার সঙ্গে মন খুলে কথা বলতে পারে সেই পরিবেশ তৈরি করুন। যদি আপনি আপনার সঙ্গীর কাছ থেকে এটাসেটা অনেককিছু লুকাতে হয় তবে সেই সম্পর্ক একটা সময় আপনার গলার কাঁটা হয়ে দাঁড়াবে। কিংবা সেও যদি আপনার সঙ্গে মন খুলে কথা বলতে না পারে তাহলে সে সম্পর্কে বিশ্বাস থাকে না। তাই বিশ্বাস বাড়াতে মন খুলে কথা বলা জরুরি।
বিয়ে হয়ে গেছে বলে আর প্রেম করা যাবে না? এমনটা কিন্তু একদমই ঠিক নয়। বরং বিয়ের পর আরও বেশি প্রেম করা উচিত। নিজেদের মতো জীবন উপভোগ করার চেষ্টা করুন। পরস্পরের কোয়ালিটি টাইম কাটানো উচিত। এটা একে অপরকে আরও ভালোভাবে জানতে সাহায্য করবে। ধীরে ধীরে নিজেদের মধ্যে বিশ্বাস বাড়বে।
সম্পর্কে অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় পশ্ন এড়িয়ে যাওয়ায় ভালো। কারণ প্রশ্নের স্রোতে ভাটা পড়ে বিশ্বাসে। সঙ্গীকে যত প্রশ্ন করবেন তাতে তত তার মনে হবে আপনি তাকে বিশ্বাস করতে পারছেন না। এতে দুজনের সম্পর্কে ভাটা পড়বে।
সব সম্পর্কের ক্ষেত্রেই সম্মান খুবই গুরুত্বপূর্ণ। তাই পরস্পরকে সম্মান করুন।