সময়ের পরিবর্তন এসেছে। সাজ শেষ করে ঠোঁট রাঙাতে এখন অনেকেই ম্যাট লিপস্টিক ব্যবহার করে। তবে ভয় পান, যদি ঠোঁট ফাটে। কারণ ম্যাট লিপস্টিক ব্যবহারে অনেকেরই ঠোঁট ফাটে। ফাটা ঠোঁট দেখতে ভালো লাগে না কারও। তাই ম্যাট লিপস্টিক ব্যবহারে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। কিছু নিয়ম মেনে ম্যাট লিপস্টিক ব্যবহার করলেই রঙ থাকবে দীর্ঘস্থায়ী এবং ঠোঁটও থাকবে নরম।
- যখন লিপস্টিক ব্যবহার করবেন তার আগে ঠোঁটে প্রাইমার ব্যবহার করুন। তা হলে ম্যাট লিপস্টিক পরেও ঠোঁট শুকিয়ে যাবে না।
- লিপস্টিক ব্যবহারের আগে লিপ লাইনার দিয়ে ঠোঁটের চারপাশে সুন্দর করে এঁকে নিন। এরপর লিপস্টিক ব্যবহার করে লিপ লাইনারের সঙ্গে ভাল ভাবে ব্লেন্ড করুন।
- লিপস্টিক ব্যবহারের পরে একটি টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত লিপস্টিক মুছে ফেলুন। লিপস্টিকের পরতে যেন কোনও ভাঁজ না থাকে সে দিকে লক্ষ রাখুন।
- লিপস্টিক ওঠানোর পর অবশ্যই ঠোঁটে লিপ মাস্ক ব্যবহার করুন। এতে ঠোঁটে বাড়তি পুষ্টি জোগাবে।
তবে সবার আগে ঠোঁটের যত্ন নিতে হবে। ঠোঁটের মৃত কোষ অপসারণ করতে হবে। এক্ষেত্রে মধু-চিনির একটি মিশ্রণ করে মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে নরম ব্রাশ দিয়ে ভাল করে পরিষ্কার করুন। এতে ঠোঁটের মৃত কোষগুলি উঠে যাবে। এরপর লিপ বাম মেখে রাখুন।