• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

কোথাও আগুন লাগলে যা করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ১০:১৩ এএম
কোথাও আগুন লাগলে যা করবেন
ছবি: সংগৃহীত

যেকোন সময় হঠাৎ করে যে কোন জায়গায় আগুন লেগে যেতে পারে। এরকম হঠাৎ আগুন লাগলে ভেতরে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। আতঙ্ক থেকে ভুল কাজ করে বসে। আগুন লেগে যাওয়ার পর কিছু ভুলের কারণে বাড়তে পারে হতাহত বা মৃতের সংখ্যা। তাই এরকম কঠিন পরিস্থিতিতে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে পদক্ষেপ নিতে হবে। এতে হতাহতের পরিমাণ কম হতে পারে। চলুন জেনে নেই,  আগুন লেগে গেলে যা করবেন-  

  • কোথাও আগুন লাগলে বিচলিত না হয়ে আগুন নেভানোর চেষ্টা করুন। আগুন কম হলে দ্রুত অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে তা নিভিয়ে ফেলুন। তাই সবার আগে অগ্নি নির্বাপন যন্ত্র কীভাবে ব্যবহার করতে হয় তা শিখে রাখুন।
  • আগুনের পরিমাণ বেশি হলে দেরি না করে দ্রুত কাছের ফায়ার স্টেশনে সংবাদ দিন। অথবা কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে ফোন করুন।
  • দ্রুত আগুন লাগা ভবন থেকে সরে পড়ুন। কারণ আগুন ছড়িয়ে পড়লে বের হওয়া সম্ভব নাও হতে পারে।
  • আগুন লাগলেই পানি ব্যবহার করবেন না। কারণ অনেক সময় বৈদ্যুতিক লাইনে/ যন্ত্রপাতিতে আগুন ধলে। তখন পানি ব্যবহার না করে কার্বন ডাই-অক্সাইড বা ড্রাই কেমিক্যাল পাউডার এক্সটিংগুইশার ব্যবহার করুন। না পেলে শুকনো বালু ব্যবহার করুন।
  • অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে বের হবার জন্য লিফট ব্যবহার করা যাবে না। এ সময় সিঁড়ি ব্যবহার করতে হবে।
  • বাসায় বা অফিসে আগুন লাগলে জিনিসপত্র সরানোর চেষ্টা করার চেয়ে ভবনটি থেকে বের হওয়া জরুরি। তাই এসময় এক সেকেন্ড সময়ও অন্যদিকে ব্যয় না করে দ্রুত বের হয়ে আসুন।
  • ধোঁয়ার মধ্যে মুখ না ঢেকে বের হতে যাবেন না। যদি সারা বাড়িতে ধোঁয়ায় ভরে যায়, তাহলে নিচু হয়ে হামাগুড়ি দিয়ে অথবা গড়াতে গড়াতে বের হতে হবে। ধোঁয়া বাতাসের চেয়ে হালকা, তাই তা দ্রুত ওপরের দিকে ওঠে। ধোঁয়া শ্বাসের সঙ্গে ভেতরে ঢুকলেই বিপদ! তাই মুখ সম্পূর্ণ ঢেকে ধোঁয়ার নিচ দিয়ে বের হয়ে আসুন। নইলে ধোঁয়ায় যে বিষাক্ত গ্যাস থাকে, তা মুখ-চোখে ঢুকে গেলে বিপদ আরও বাড়বে।
  • গায়ে আগুন লেগে গেলে দৌড়াবেন না। গড়িয়ে গড়িয়ে যেদিকে যেতে চান সেদিকে যান। কাপড় দিয়ে নাক ঢাকুন, হাতের কাছে পানি থাকলে কাপড় ভিজিয়ে নিন।
  • সিঁড়িতে ধোঁয়া দেখতে পেলে অনেকেই ছাদে উঠে যান। এটা করা যাবে না। সিঁড়ি দিয়ে নামা বিপজ্জনক হলে বারান্দা বা জানালার কাছে চলে যান। এতে বেশি সময় পাওয়া যায়।
  • ধোঁয়া বেশি হলে চারপাশ অন্ধকার হয়ে যায়। যখন ধোঁয়া বেড়ে যায়, কিছু দেখা না যায় তখন একাধিক সদস্য থাকলে একজনের পেছনে আরেকজন হামাগুড়ি দেবেন। একে অন্যকে ধরে ধরে এগুবেন।
  • যদি ঘরের মধ্যে বন্দি হয়ে পড়েন, তাহলে ডাস্ট টেপ, ভেজা তোয়ালে বা কাপড় দিয়ে দরজা ও তার আশপাশের সব ফাঁকা জায়গা ও বাতাস চলাচলের পথ বন্ধ করে দিন। যদি ঘরের হাতল গরম হয়ে যায় তাহলে সেই ঘর থেকে বাইরে বের হওয়ার বৃথা চেষ্টা করবেন না। রঙিন কাপর জানালা দিয়ে বের করে বাইরের লোকজনকে বুঝানোর চেষ্টা করুন যে আপনি ভেতরে আটকে পড়েছেন।
  • এসময় ভয় পেলেও কিছুক্ষণ পরপর একে–অপরকে সাহস দিন। এতে মানুষ দ্রুত মানুষ বিচলিত হবে না।
Link copied!