• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বৃষ্টিতে ফোন ভিজে গেলে যা করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৪, ০২:২৫ পিএম
বৃষ্টিতে ফোন ভিজে গেলে যা করবেন
ছবি: সংগৃহীত

কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে কমবেশি সারা দিনই বৃষ্টি হচ্ছে। আবার বর্ষা কালে যেকোনও সময় বৃষ্টি হয়। বৃষ্টির  পানিতে যেকোনো সময়ই  ফোন ভিজে যেতে পারে। ফলে যাদের পানিরোধী ফোন নেই, বৃষ্টি তাদের জন্য ভীতিকরই বটে। তবে এ সময় তাৎক্ষণিক কিছু টিপস মেনে চললে বড় ক্ষতি এড়াতে পারবেন।

সাবধানতা অবলম্বনের পরেও যদি দুর্ভাগ্যবশত ফোন পানিতে ভিজে যায়, তবে সুরক্ষার জন্য কিছু কাজ করা যেতে পারে। 

  • মোবাইল বা যেকোনও ইলেকট্রনিকস পণ্য পানিতে পড়া মাত্র যত তাড়াতাড়ি সম্ভব পানি থেকে তুলে নিন। যত তাড়াতাড়ি পণ্যটি পানি থেকে তুলে নিতে পারবেন তত বেশি এটার ক্ষতি কম হবে। এরপরের কাজ দ্রুত পণ্যটির সুইচ অফ করে দেওয়া। এতে শর্টসার্কিট হবে না।
  • ফোনে থাকা সুরক্ষা কেসের পাশাপাশি ব্যাটারি, সিম কার্ড, ব্যাটারি ও মাইক্রো-এসডি কার্ড খুলে ফেলতে হবে। এসময় কোন ভাবেই চার্জ দেওয়া যাবে না। এর ফলে ফোনের লজিক বোর্ডে শর্টসার্কিট হতে পারে এবং বড় ধরনের ক্ষতি হতে পারে।
  • এরপর নরম শুকনা কাপড় দিয়ে ইলেকট্রনিকস পণ্যটি মুছে নিতে হবে। সম্ভব হলে পার্ট টু পার্ট অংশগুলো খুলে মুছে নিতে পারেন। ঘষে ঘষে পানি মুছতে যাবেন না। পানি শুষে নিতে অনেকেই হেয়ার ড্রায়ার ব্যবহার করেন। এটা করা যাবে না। প্রয়োজনে জিপলক ব্যাগে সিলিকা জেল রেখে ফোন শুকানো যেতে পারে। মনে রাখতে হবে, পুরোপুরি না শুকিয়ে ফোন চালু বা চার্জ করা যাবে না।
  • পরের দিন ব্যাটারি এবং সিম কার্ড লাগিয়ে ফোন চালু করুন। ভিতরের সার্কিটের ক্ষতি না হয়ে থাকলে ফোন চালু হবে এবং স্বাভাবিক ভাবেই কাজ করবে। যদি সচল হয় তাহলে তো খুব ভালো যদি পণ্যটি সচল না হয়, তবে একজন মেকানিকের কাছে নিয়ে যেতে হবে। পণ্যটির সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। 

এতো কিছুই করা লাগবে না যদি আপনি এর আগেই সতর্ক থাকেন। ফোন বা দরকার ইলেক্ট্রনিক পন্য যাতে পানিতে না ভিজে সেজন্য কিছু সতর্কতা অবলম্বন করুন। ওয়াটারপ্রুফ পাউচ বা পানিরোধী ব্যাগ ব্যবহার করে বৃষ্টির পানি থেকে সহজেই ফোন নিরাপদে রাখা যায়। এছাড়াও বৃষ্টির সময় ফোনকে সুরক্ষিত রাখতে জিপলক পাউচ ব্যবহার করা যেতে পারে। লক–সুবিধা থাকায় এ ধরনের ব্যাগে  পানি প্রবেশ করতে পারে না। 

Link copied!