আমাদের ব্যস্ততম নগরীতে মা-বাবা উভয়কেই চাকরি করতে হয়। কখনও পরিবারের সঙ্গে থেকেই কাজ করা সম্ভব আবার কখনও চাকরির প্রয়োজনে দূরে গিয়ে থাকতে হয়। সেক্ষেত্রে সন্তান ও পরিবার থেকে দূরে থাকা বাবা বা মা উভয়ের জন্যেই কষ্টকর। কিন্তু সন্তানের জন্য সেটা আরও বেশি কষ্টদায়ক। মা বা বাবা যে কাউকেই হোক ছেড়ে থাকা সন্তানের মনের উপর চাপ পড়ে। সেক্ষেত্রে এই পরিস্থিতিটার পুরোটায় সামাল দেওয়া দরকার যে দূরে যাবেন তার। সন্তান যেন আপনার অনুপস্থিতিতে তার মনের মধ্যে নেতিবাচক ধারনা না জন্মায় সে জন্য আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন-
- আপনার দূরে যাওয়া যাতে তার মনে কোনও নেতিবাচক প্রভাব না পড়ে সেজন্য সবার আগে তাকে বোঝাতে হবে যে সংসারের প্রয়োজনে ও আর্থিক সুবিধার জন্য চাকরিটা করতেই হবে আপনাকে।
- দূরে থাকলেও সন্তানের পাশে আছেন সেটা সন্তানকে বুঝাতে হবে। তাকে পড়াশনা করতে হবে, লক্ষ্যে আগাতে হবে আর সেগুলো যাতে নির্বিঘ্নে হয় সেজন্যেই আপনাকে চাকরিটা করতে হবে সেটাও তাকে বুঝাতে হবে। সন্তানের মনে পরিণতিবোধ চলে এলে আর কোনও সমস্যাই হবে না।
- দূরে থাকলেও সবসময় তার সঙ্গে যোগাযোগ রাখতে হবে। আপনাকে যখনই তার প্রয়োজন হবে আপনার সঙ্গে যেন যোগাযোগ করতে পারে সে বিষয়টা খেয়াল রাখবেন। দিন শেষে তার কথা শুনুন।
- সন্তান কোনো ভুল করলেই তাকে ফোন দিয়ে বকা দেওয়া বা চেঁচামেচি করবেন না। বরং গল্পের মতো করে তার ঠিক আর ভুলের পার্থক্যটা বোঝাতে হবে। প্রয়োজনে তারকাছে এসে কথা বলতে হবে।
- নিজের মতামত চাপিয়ে না দিয়ে তার কথা শুনোন। তাকে সিদ্ধান্ত নিতে দিন সে কি করতে চায়। এমনকি তার ভবিষ্যৎ পরিকল্পনাও তাকেই করতে দিন।
- দূরে থাকলেও সন্তানের খোঁজখবর রাখুন। ছুটি পেলেই সন্তানের কাছে আসেন, ভালো সময় কাটান তার সঙ্গে।