গ্লাসে গ্লাস আটকে গেলে কী করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০১:২০ পিএম
গ্লাসে গ্লাস আটকে গেলে কী করবেন

অনেক গ্লাস একসঙ্গে স্তুপ করা। একটির ভেতর আরও একটি গ্লাস থাকে। এরইমধ্যে কিছু গ্লাস অনায়াসেই খুলে যায়। আবার কিছু গ্লাস গ্লাসের ভেতরেই আটকে যায়। শত চেষ্টাতেও খোলা যায় না। মেজাজটাই বিগড়ে যায় তখন।

কেন এমন হয়? গ্লাস গরম পানি দিয়ে ধুলেই সাধারণত এমনটা হয়। কারণ গরম পানিতে ধোয়ার সময় গ্লাসটি প্রসারিত হয়। এরপর শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে সংকুচিত হয়। এই সময় গ্লাসটি আলাদা করার সময় আটকে থাকে এবং জোরে চাপ পড়লে ভেঙেও যায়। 

গ্লাসে গ্লাস আটকে গেলে কী করবেন? গায়ের জোর না লাগিয়ে সহজ কিছু উপায়ে গ্লাস থেকে গ্লাসটি আলাদা করতে পারেন। চলুন জেনে নেই এই টিপসগুলো_

তাপের ব্যবহার করুন

গ্লাস একটির উপর একটি রাখলেই আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। ধোয়ার সঙ্গে সঙ্গে রাখা হলেই এমনটা হয়। কারণ উত্তপ্ত হলে গ্লাস প্রসারিত হয়। ঠাণ্ডা হলে সঙ্গে সঙ্গে সংকুচিত হয়। এই অবস্থায় গ্লাসকে আলাদা করতে তাপ প্রয়োগ করুন। ভিতরের গ্লাসটিকে ঠাণ্ডা রাখতে হবে এবং বাইরের গ্লাসটি গরম থাকতে হবে। তবেই গ্লাস অনায়াসেই বেরিয়ে আসবে। তাই সামান্য গরম পানি বড় পাত্রে রেখে সেখানে জোড়া গ্লাসটি ডুবিয়ে রাখুন। এরপর তুলে ফেলুন। তিন থেকে চার বার এমনটা করুন। গ্লাসটি সহজেই আলাদা হয়ে যাবে।

তেল ব্যবহার করুন

গ্লাসটি খুব শক্তভাবে আটকে গেলে আলাদা করতে সামান্য তেল প্রয়োগ করুন। আটকে যাওয়া গ্লাসের মাঝে সামান্য তেল দিয়ে কিছুক্ষণ রাখুন। হালকা ভাবে গ্লাসটি ঘুরিয়ে নিন। সহজেই খুলে যাবে। তবে সাবধানে কাজটি করবেন। কারণ তেলের কারণে গ্লাসটি হাত থেকে গ্লাস পিছলে পরতে পারে। এই উপায়ে সহজেই গ্লাসটি আলাদা হবে।

সামান্য জোড় দিন

গ্লাসের ভেতর থেকে গ্লাসটি আলাদা করতে তা বাঁকা করার চেষ্টা করুন। কাঁচের গ্লাস পুরোপুরি গোলাকার থাকে না। উপরের গ্লাসটি নিচের গ্লাসের সঙ্গে আটকে থাকলে হালকা জোড় দিলেই বের হয়ে আসে। হালকাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উপরের দিকে জোড় দিন। গ্লাসটি খুলে যাবে। মনে রাখবেন অতিরিক্ত জোড় দিবেন না। এতে গ্লাস ভেঙেও যেতে পারে। আবার হাত থেকে পিছলে পড়েও যেতে পারে। জোড় দেওয়ার আগে গ্লাসটি শুকিয়ে নিতে হবে।

Link copied!