• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০, ২৬ রমজান ১৪৪৬

ঈদের ছুটিতে গ্রামে যাওয়ার আগে বাড়ির নিরাপত্তায় কী করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৫:৪৬ পিএম
ঈদের ছুটিতে গ্রামে যাওয়ার আগে বাড়ির নিরাপত্তায় কী করবেন
ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে অনেকেই শহর ছেড়ে গ্রামে যান। দীর্ঘসময় বাড়ি ফাঁকা থাকলে চুরি, ডাকাতি, অগ্নিকাণ্ড বা অন্যান্য নিরাপত্তা ঝুঁকি হতে পারে। তাই গ্রামে যাওয়ার আগে বাড়ির নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দরজা-জানালা ও তালা পরীক্ষা করুন

দরজা ও তালার সুরক্ষা নিশ্চিত করুন। বাড়ি ছাড়ার আগে সব দরজা ভালোভাবে বন্ধ করুন। প্রধান দরজা, ব্যাকডোর এবং বারান্দার দরজায় ভালো মানের শক্ত তালা ব্যবহার করুন। একাধিক তালা ব্যবহার করুন, বিশেষ করে প্রধান দরজায় ডেডবোল্ট বা ইলেকট্রনিক লক লাগানো যেতে পারে। যদি দরজা কাঠের হয়, তাহলে তা মজবুত আছে কিনা দেখে নিন। দরজার চৌকাঠও ভালোভাবে পরীক্ষা করুন।

জানালার নিরাপত্তা নিশ্চিত করুন

জানালার গ্রিল সঠিকভাবে লাগানো আছে কিনা পরীক্ষা করুন। জানালায় স্টিল বা লোহার গ্রিল লাগানো থাকলে তা দৃঢ়ভাবে আটকানো আছে কিনা দেখে নিন। যদি জানালায় লক না থাকে, তাহলে নিরাপত্তার জন্য বাহির থেকে লোহার রড দিয়ে আটকে রাখতে পারেন।

সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা ব্যবস্থা

সিসিটিভি ক্যামেরা স্থাপন করুন। বাড়িতে যদি ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরা থাকে, তাহলে তা কাজ করছে কিনা পরীক্ষা করুন। ক্যামেরার ফুটেজ আপনার মোবাইলে রিয়েল-টাইম মনিটর করার ব্যবস্থা রাখুন। যদি সম্ভব হয়, প্রধান দরজা, ব্যালকনি ও বাড়ির চারপাশে ক্যামেরা বসান।

অ্যালার্ম সিস্টেম ব্যবহার করুন

বাড়ির মূল ফটক এবং দরজায় নিরাপত্তা অ্যালার্ম স্থাপন করুন। অ্যালার্ম এমনভাবে সেট করুন যাতে সন্দেহজনক কোনো নড়াচড়া হলে সঙ্গে সঙ্গে শব্দ হয় এবং আপনার ফোনে নোটিফিকেশন আসে।

প্রতিবেশী ও নিরাপত্তারক্ষীর সহায়তা নিন

গ্রামের বাড়ি যাওয়ার আগে প্রতিবেশীদের জানিয়ে যান। আপনার পাশের বিশ্বস্ত প্রতিবেশীকে জানান যে আপনি কিছুদিন বাড়িতে থাকবেন না। তাদেরকে বাড়ির আশেপাশে সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যকলাপ দেখলে আপনাকে জানাতে বলুন। প্রয়োজনে তাদের ফোন নম্বর সংরক্ষণ করুন। নিরাপত্তারক্ষী বা কেয়ারটেকার রাখুন। যদি সম্ভব হয়, বাড়ির দেখাশোনার জন্য একজন কেয়ারটেকার রাখুন।

বাড়ির গেটের সামনে রাতের বেলা আলো জ্বলছে কিনা তা নিশ্চিত করুন, এতে বাড়ি ফাঁকা মনে হবে না। যাদের অ্যাপার্টমেন্টে থাকেন, তারা ভবনের নিরাপত্তারক্ষীকে জানিয়ে যেতে পারেন।

বাড়ির ভিতরে মূল্যবান জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করুন

টাকা, গহনা ও মূল্যবান সামগ্রী নিরাপদ স্থানে রাখুন। নগদ টাকা, গহনা বা অন্যান্য মূল্যবান সামগ্রী ব্যাংকের লকারে রেখে যান। যদি ব্যাংকে রাখা সম্ভব না হয়, তাহলে বাড়িতে নিরাপদ জায়গায় লুকিয়ে রাখুন। লকার ব্যবহার করলে তা যথাযথভাবে বন্ধ করুন এবং চাবি নিরাপদ স্থানে রাখুন।

ইলেকট্রনিক ডিভাইস ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষণ করুন। ল্যাপটপ, ক্যামেরা বা অন্যান্য দামি ইলেকট্রনিক ডিভাইস আলাদা করে নিরাপদ জায়গায় রাখুন। বাড়ির দলিল, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের কাগজপত্র ইত্যাদি আলাদা ফোল্ডারে সংরক্ষণ করুন এবং লকারে রাখুন।

বাড়ির বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বন্ধ করুন

বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করুন। অপ্রয়োজনীয় বৈদ্যুতিক সংযোগ বন্ধ করুন। বিশেষ করে ওভেন, টিভি বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের সুইচ বন্ধ করুন। এসির সুইচ বন্ধ করতে ভুলবেন না।

গ্যাসের লাইন চেক করুন। গ্রামে যাওয়ার আগে গ্যাসের চুলা ও পাইপ ভালোভাবে পরীক্ষা করুন।গ্যাস লিকেজ আছে কিনা তা পরীক্ষা করুন এবং সব কটি চুলার গ্যাস ভালভ বন্ধ করুন। প্রয়োজনে গ্যাসের মেইন লাইন বন্ধ করে যেতে পারেন।

পানির কল ও ট্যাংক পরীক্ষা করুন। সব পানির কল ভালোভাবে বন্ধ আছে কিনা দেখে যান। পানির মোটর সুইচ বন্ধ করুন, যাতে পানির অপচয় বা ফ্লাডিংয়ের সমস্যা না হয়।

বাড়ি ফাঁকা থাকার তথ্য শেয়ার করবেন না

অনেকেই গ্রামে যাওয়ার তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। অপরিচিত কেউ যেন জানতে না পারে যে আপনি বাড়িতে নেই। যদি পোস্ট করতেই হয়, তবে সেটি প্রাইভেসি সেটিংস ঠিক করে নির্দিষ্ট মানুষের জন্য সীমাবদ্ধ করুন।

বাড়ির সামনে কৃত্রিম প্রাণচাঞ্চল্য তৈরি করুন

চোরদের বিভ্রান্ত করতে আপনি একটি অটোমেটিক লাইটিং সিস্টেম ব্যবহার করতে পারেন, যা নির্দিষ্ট সময় পরপর জ্বলে উঠবে। আপনার বন্ধুবান্ধব বা আত্মীয়কে মাঝে মাঝে বাড়ির সামনে ঘুরে যাওয়ার অনুরোধ করতে পারেন।

Link copied!