ভূমিকম্পের সঙ্গে আমরা সবাই পরিচিত। ভূমিকম্পের সময় কী করবেন, আর কী করবেন না, জেনে নেওয়া যাক।
ভূমিকম্প কেন হয়
পৃথিবী কেঁপে ওঠার নামই হচ্ছে ভূমিকম্প। ভূ-অভ্যন্তরে যখন একটি শিলা অরেকটি শিলার ওপর উঠে আসে, তখন ভূমিকম্প হয়।
স্থায়িত্ব
ভূমিকম্পের স্থায়িত্ব কয়েক সেকেন্ড হয়ে থাকে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যেতে পারে ভয়ানক ধ্বংসযজ্ঞ।
কীভাবে বুঝবেন ভূমিকম্প হচ্ছে
ভূমিকম্প চলা অবস্থায় আপনার চারপাশের সবকিছু নড়ে উঠবে। যদি ঘরে থাকেন তাহলে সবার আগে বোতলে রাখা পানি, দেয়ালঘড়ি অথবা সিলিং ফ্যানের দিকে তাকালেই দেখবেন সেগুলো নড়ছে।
ভূমিকম্প চলাকালীন কী করবেন
- ভূমিকম্প হচ্ছে টের পেলে সঙ্গে সঙ্গে ফাঁকা স্থানে চলে যাবেন। যদি ভবনের মধ্যে থাকেন তাহলে দ্রুত শক্ত কোনো বিম অথবা টেবিলের নিচে আশ্রয় নিন।
- সম্ভব হলে বালিশ অথবা নরম কাপড় কুন্ডলী পাকিয়ে মাথার ওপর চেপে রাখবেন।
- অনেক উঁচু ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে যাবেন না এবং একসঙ্গে অনেক মানুষ জটলা পাকিয়ে থাকা স্থানে না থেকে আলাদা হয়ে যাবেন।
- জরুরি ফোন নম্বরগুলো হাতের কাছে সব সময় রেখে দিন, যাতে বিপদের মুহূর্তে চট করে কাজে লাগতে পারে।
- অধৈর্য ও হতবিহ্বল হয়ে কিছু করতে যাবেন না। এতে বিপদ আরও বাড়তে পারে।
- এ সময় কোনোভাবেই লিফট ব্যবহার করবেন না।
- গ্যাসের চুলা ও বিদ্যুৎ বন্ধ আছে কি না, খেয়াল রাখতে হবে।
- ঘরে ছোট শিশু থাকলে আরও বেশি সতর্কতার সঙ্গে মাথা ঠান্ডা রাখুন ও সাবধানতা অবলম্বন করুন।