• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

ডান হাতের তালু চুলকোলে কি সত্যি টাকা আসে!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৮:৫৯ পিএম
ডান হাতের তালু চুলকোলে কি সত্যি টাকা আসে!
ছবি: সংগৃহীত

কথায় আছে, ডান হাতের তালু চুলকোলে নাকি টাকা আসে। আর বা হাতের তালু চুলকোলে নাকি টাকা খরচ হয়ে যায়। এই ধারণা কি সত্যি? সত্যি -মিথ্যা যাচাই না করেই এই ধারণায় বিশ্বাস করেন অনেকে। কিন্তু আসল সত্যিটা কী?

এই ধারণার সত্য-মিথ্যা যাচাইয়ের আগে চলুন জেনে নেই, হঠাৎ হঠাৎ ডান বা বা হাতের তালু চুলকোয় কেন?

বিশেষজ্ঞরা বলছেন, হাতের তালু চুলকোনোর নেপথ্যে টাকা আসা বা খরচ হওয়ার কোনও সম্পর্ক নেই। এই ধারণার পুরোটাই কুসংস্কার। তবে হাতের তালু চুলকানো চিন্তার ব্যাপার হতে পারে। যেকোনো হাতই চুলকায় তার পেছনে অন্যতম কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। আশপাশেই থাকা ব্যাকটেরিয়া সহজেই আমাদের কাবু করে ফেলে। যার লক্ষ্মণ হিসেবে হাতের তালু চুলকাতে পারে।

সারাদিন নানা জায়গায় কাজের প্রয়োজনে হাতের ব্যবহার হচ্ছে। বাসে, ক্যাবে কিংবা টয়লেটে, অফিসের ডেস্কে, কম্পিউটার কিংবা ল্যাপটপে ব্যাকটেরিয়া ছড়িয়ে থাকে। আবার মোবাইলের স্ক্রিনেও বাসা বাঁধে ব্যাকটেরিয়া। যা অজান্তেই হাতের ত্বকে বাসা বাঁধে। এই কারণেই হাতের তালুতে  চুলকানি হয়। তাই হাতের তালু চুলকানোর সঙ্গে টাকা আসা, না আসার কোনো সম্পর্ক নেই।

হাতের তালু চুলকালে কী করবেন

প্রথমেই ভালো করে হাত ধুয়ে নিন। হ্যান্ডওয়াশ বা সাবান ব্যবহার করুন। বার বার হাত দেওয়ার অভ্যাস করুন। এতে হাতে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারবে না।

বাইরে বের হলে সঙ্গে স্যানিটাইজার রাখুন। 
প্রয়োজনে ঘন ঘন সেটা ব্যবহার করুন।

ল্যাপটপ, ডেস্কটপের কিবোর্ড এবং মোবাইলের স্ক্রিন পরিষ্কার রাখুন। বাজারে বিশেষ ক্লিনার পাওয়া যায়। তা দিয়ে পরিষ্কার করে নিন।

হাত না ধুয়ে কোনো খাবারই খাবেন না। এতে শরীরে জটিল সমস্যা হতে পারে।

Link copied!