• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সমুদ্রতলে বিয়ের আয়োজন!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০৩:৪০ পিএম
সমুদ্রতলে বিয়ের আয়োজন!
ছবি: সংগৃহীত

বিয়ে নিয়ে কত জল্পনা-কল্পনাই না থাকে। কেউ সাদামাটা বিয়ে করেন। কেউ আবার বিশাল আয়োজন করে বিয়ের পিড়িতে বসেন। বিশেষ এই দিনটিকে অসাধারণ ও রঙিন করে তুলতে কত আয়োজনই না থাকে।

ঘটা করে বিয়ে করাও আবার রকমভেদ রয়েছে। কেউ কোটি কোটি টাকা খরচ করে রাজপ্রাসাদ ভাড়া করেন, কেউ দুর্গ ভাড়া করেন, কেউ আবার বিয়েকে স্মরণীয় রাখতে গোটা দ্বীপ ভাড়া করে নেন। সেই ধারাবাহিকতায় এবার সমুদ্রতলে বিয়ের আয়োজন হয়েছে। যদিও সমুদ্রতলে বিয়ের গল্প এর আগেও শোনা গেছে। তাই এটি নজিরবিহীন ঘটনা নয়। তবে হাতেগোনা দু-একজনই হয়তো সমুদ্র তলে বিয়ের আয়োজন করার সাহস দেখিয়েছেন।

এবার সমুদ্রতলে বিয়ের আয়োজন করে আলোচনায় এসেছেন সৌদি আরবের হাসান আবু আল-ওলা ও ইয়াসমিন দফতারদার। লোহিত সাগরের স্বচ্ছ জলরাশির নিচে অত্যাশ্চার্য কোরালপ্রাচীরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেন এই জুটি। জানা যায়, দম্পতির এই স্বপ্নপূরণে সহায়তা করেছেন সৌদি আরবের স্থানীয় একটি ডাইভিং দল।

নবদম্পতির দুজনই ডাইভিংয়ে অর্থাত্ পানির নিচে প্রাণবৈচিত্র্য উপভোগ করতে আগ্রহী। তাই বিশেষ দিনটি স্মরণীয় রাখতে সমুদ্রের তলদেশকেই বেছে নেন তারা। হাসান বলেন, ‘এটা সত্যিই এক বিস্ময় ছিল। আমরা প্রস্তুত হওয়ার পর ক্যাপ্টেন ফয়সাল ও তার দল আমাদের বললেন, সমুদ্রের পানির নিচে তারা আমাদের বিয়ে উদ্‌যাপন করার পরিকল্পনা করেছেন। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যাতেই পড়তে হয়নি। উদ্‌যাপন সুষ্ঠুভাবে হয়েছে।’

এই ঘটনা মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। এই জুটির দুঃসাহসিকতা প্রশংসিত হচ্ছে সর্বত্র। অন্যদেরও সমুদ্রের তলদেশে বিয়ে করে বিশেষ দিনটি স্মরণীয় করার জন্য আহ্বান জানিয়েছেন হাসান ও ইয়াসমিন জুটি।

 

সূত্র: এনডিটিভি

Link copied!