• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিয়ের নিমন্ত্রণ, সাজে বৈচিত্র আনবে যেসব শাড়ি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০৬:১৮ পিএম
বিয়ের নিমন্ত্রণ, সাজে বৈচিত্র আনবে যেসব শাড়ি
সূত্র: সংগৃহীত

শীত এলেই চারদিকে বিয়ের সানাই বেজে ওঠে। বন্ধু, প্রতিবেশী, আত্মীয়, অফিস কলিগসহ পর পর কত  বিয়ের আয়োজনই না লেগে থাকে। ঘনিষ্ঠ কারও বিয়ে হলে তো কথাই নেই। কোন বিয়েতে, কেমন পোশাক পরবেন, কেমন সাজবেন তা নিয়ে ভাবনা চিন্তার শেষ নেই। যদিও বাঙালি নারীরা বিয়েতে শাড়ি পরতেই পছন্দ করে। বিয়ের নিমন্ত্রণ হোক কিংবা নিজের বিয়ে শাড়ি তো থাকা চাই। তাহলে দেরি না করে, এখনই পছন্দের শাড়ি বাছতে শুরু করুন।

বেনারসির বনেদিয়ানা

বাঙালি কনেরা বিয়েতে বেনারসি শাড়ি পরবেই। কনে যদি ঘনিষ্ঠ কেউ হন তবে সেই বিয়েতে বেনারসি শাড়ি আপনিও পরতে পারেন। বেনারসি শাড়ি একটা স্টেটাস সিম্বল। তবে কনেরা লাল বেনারসি শাড়ি বেশি পরে। তাই কনের থেকে একটু ভিন্ন থাকতে চেষ্টা করুন। হালকা গোলাপি, আকাশি কিংবা সি গ্রিন রঙের বেনারসি শাড়ি পরতে পারেন। ট্রেডিশনাল গয়না এবং সাজে আপনাকে বেশ লাগবে।

গাদোয়াল

সোনালি রুপোলি সুতোর কাজ করা তেলাঙ্গানার গাদোয়াল শাড়ি বিয়ের জন্য সেরা পছন্দ। এই ধরণের  শাড়ির সঙ্গে স্মোকি আই এবং ন্যুড গ্লসি লিপস্টিক দিলে কিন্তু বেশ লাগবে। চাইলে টাইট খোঁপা করে নিতে পারেন। সাদা ফুলের মালা খোঁপায় জড়িয়ে নিতে পারেন। সাজ সম্পূর্ণ হয়ে যাবে।

সিল্ক-কটন

বিখ্যাত সিল্ক-কটন শাড়ি যেমন নরম ও মোলায়েম হয়, তেমনই আভিজাত্যে পরিপূর্ণ দেখায়। বিয়েতে  হালকা সাজ পছন্দ দিতে চাইলে সিল্ক কটন শাড়ি পরতে পারেন। এই শাড়ির সঙ্গে হালকা সাজই বেশ মানাবে। কানে ভারি দুল আর হাতে সোনার কঙ্কণ পরে নিলেও কিন্তু বেশ লাগবে।

কাঞ্জিভরম শাড়ি

কাঞ্জিভরম শাড়ি এখন বেশ ট্রেন্ডে চলছে। বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন দামের কাঞ্জিভরম শাড়ি পাওয়া যায়। পছন্দ অনুযায়ী কিনে নিন। এই শাড়ির রং, নকশা, আভিজাত্য, স্টাইল, ফ্যাশন সবই অপূর্ব সুন্দর হয়। বিশেষ করে চওড়া পাড়ের কাঞ্জিভরম শাড়ি দেখতে অতুলনীয়।

জামদানি

বিয়ে বাড়িতে পরার মতো কোনো শাড়িই ঠিক করতে পারছেন না? জামদানিই পরে নিন। এটি হবে সেরা পছন্দ। জামদানি শাড়ি আপনার ব্যক্তিত্বকে কয়েকগুণ বাড়িয়ে দেবে। এর সঙ্গে অবশ্যই সোনার গয়না পরতে ভুলবেন না। চকচকে সাজগোজ করতে পারেন। আবার স্নিগ্ধ মেকআপে নিজেকে রূপবতীও করে তুলতে পারেন। মাথায় খোঁপা করলে অবশ্যই ফুল জড়িয়ে নেবেন। নয়তো ছোট চুল খোলা রেখেই কানের কাছে ফুল লাগিয়ে সাজ সম্পূর্ণ করতে পারেন।

Link copied!