• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

পয়লা বৈশাখে যা পরতে পারেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৩, ০৬:৪৯ পিএম
পয়লা বৈশাখে যা পরতে পারেন

বাঙালি জাতির আবেগের দিন পয়লা বৈশাখ। সব বাঙালির কাছেই ঐতিহ্যবাহী বর্ষবরণের জন্য থাকে আলাদা সব আয়োজন। বর্ষবরণের জন্য লাল-সাদা পোশাকে নারী-পুরুষ শিশু-কিশোর সবাই মেতে ওঠে প্রাণের উৎসবে। তবুও আজ জেনে নেব পয়লা বৈশাখের দিনে কী পোশাকে নিজেদের সাজাব।

 

  •  প্রচণ্ড গরম পড়ে গেছে। আর তাই এখন সুতি কাপড়ের কোনো বিকল্প নেই। বাঙালিয়ানা সাজ ফুটিয়ে তুলতে সুতির শাড়ি পরতে পারেন। বৈশাখী সাজে সুতি শাড়ি ছাড়াও সিল্ক, মসলিন, জামদানি পরতে পারেন।
  • বর্তমানে রেডি শাড়িও পাওয়া যাচ্ছে। চাইলে পছন্দের কোনো রেডি শাড়ি পরতে পারেন। এ ক্ষেত্রে শাড়ির পড়ার ঝক্কি পোহাতে হবে না।
  • শাড়ি একেবারেই সাদামাটা হলে বাহারি নকশার ব্লাউজ পরতে পারেন। ব্লক, বাটিক, গামছা চেকসহ বড় ফুলেল প্রিন্টের ব্লাউজ পরতে পারেন।
  • ফ্যাশন হাউসগুলোতে পোশাকের সঙ্গে ম্যাচিং মাস্কও পাওয়া যাচ্ছে। শাড়ি বা কামিজ যা-ই পরুন না কেন, সঙ্গে ম্যাচিং মাস্ক পরতে পারেন।
  • শাড়িতে আরামবোধ না করলে সালোয়ার-কামিজ, কুর্তি বা টপস পরতে পারেন। পছন্দের রঙের স্কার্ট ও টপসও পরতে পারেন।
  • আবার কাপল ড্রেসও পরতে পারেন দম্পতিরা। পুরুষের পাঞ্জাবি আর নারীর শাড়ি ম্যাচিং করে বিক্রি হয় অনলাইনসহ বিভিন্ন ফ্যাশন হাউসে। চাইলে ম্যাচিং কাপল ড্রেসও পরতে পারেন বর্ষবরণে।
  • পুরুষরা এদিন বেছে নিতে পারেন পাঞ্জাবি, টি-শার্ট, ফতুয়া, শার্ট ইত্যাদি। ফতুয়া পরলে গলায় বা মাথায় একটি গামছাও রাখতে পারেন।
Link copied!