• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচার উপায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ১২:৫৪ পিএম
পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচার উপায়

বৃষ্টির দিন ছাড়াও সারাবছর পিঁপড়ার উপদ্রব থাকে প্রায় প্রতিটি ঘরে। বিশেষ করে বর্ষাকালে কিছু পোকা-মাকড়ের উপদ্রব সমস্যা বাড়ায়।  কোনো খাবারই এদের হাত থেকে রক্ষা করা যায় না যেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে-

  • বাজারে কিছু চক পাওয়া যায় পিঁপড়া তাড়ানোর জন্য। সেগুলো নিয়ে এসে পিঁপড়ার চলাচলের পথে তা দিয়ে দাগ টেনে দিন। এতে বাড়িতে পিঁপড়ার উপদ্রব বন্ধ হবে। কারণ চকের ক্যালসিয়াম কার্বনেট উপাদান নিয়ন্ত্রণ করবে পিঁপড়ের চলাচল।
  • লেবুর খোসা পিঁপড়া দূর করতে কার্যকরী। কিছু লেবুর খোসা বা টুকরা পিঁপড়া চলাচলের পথে দিয়ে রাখুন। আবার ঘর মোছার সময় তার পানিতেও এই দুই উপাদান মেশাতে পারেন। এতে পিঁপড়া আনাগোনা কমবে।
  • পিঁপড়া দূর করতে পানি গরম করে তাতে লবণ মিশিয়ে নিন। এরপর সেই মিশ্রণ ছড়িয়ে দিন ঘরের আনাচে-কানাচে। এতে পিঁপড়া আসা দ্রুত বন্ধ হবে।
  • দারুচিনি ও লবঙ্গ গুঁড়া করে নিয়ে তার সঙ্গে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশান। যেসব জায়গায় পিঁপড়ার উপদ্রব রয়েছে সেখানে স্প্রে করে দিন।
  • যেসব জায়গায় পিঁপড়া আসে সেখানে গোলমরিচ মেশানো পানি স্প্রে করে দিন। এতে পিঁপড়ার  আনাগোনা বন্ধ হবে।
  • পিঁপড়া দূর করার কাজে ব্যবহার করতে পারেন ভিনেগার। সমপরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে নিতে হবে। এরপর সেই মিশ্রণ দরজা-জানালার পাল্লা এবং ফ্রেমে স্প্রে করুন। এছাড়া বাড়ির সবগুলো কোণে ছড়িয়ে দিন। এতে পিঁপড়ার উপদ্রব কমবে।
Link copied!