• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বর্ষায় মশলাপাতি ভালো রাখার উপায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৩, ১২:২৩ পিএম
বর্ষায় মশলাপাতি ভালো রাখার উপায়

বর্ষাকালে অন্য অনেককিছুর মতো মসলাতেও ছত্রাক আক্রমণ করতে পারে। সঠিক পদ্ধতিতে রাখলে বা ব্যবহার করতে পারলে টাটকা থাকে মসলা। বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় মশলাপাতি কীভাবে ভালো রাখবেন চলুন জেনে নেওয়া যাক-

  • মশলা কখনও আলগা কৌটোতে রাখবেন না। অনেক সময় আমরা প্লাস্টিকের বক্সে ভরে মশলা রেখে দিই। বাতাস ঢুকবে না, এ রকম কোনো কৌটাতে রাখলে মশলা স্যাঁতসেঁতে হয়ে যাওয়া বা মশলায় ছাতা পড়ে জমাট বেঁধে যাওয়ার মতো সমস্যা হবে না। 
  • রান্নার সময় প্রয়োজনীয় পরিমাণ মশলা নিয়েই তাড়াতাড়ি কৌটার ঢাকা আটকে দিন।
  • গোটা মশলা বাজার থেকে কিনে আনার পর একটু শুকনো তাওয়ায় নাড়াচাড়া করে তবে কৌটাতে রাখুন। এই পদ্ধতি মানলে বেশিদিন ভালো থাকবে মশলা আর রান্নায় স্বাদও বাড়বে।
  • রান্নাঘরের জানলার সামনে কিংবা সরাসরি গ্যাসের সামনে মশলার কৌটো ফেলে রাখবেন না। তাপ আর আর্দ্রতার মিশেলে মশলা খারাপ হয়ে যায়। ব্যবহার করার সঙ্গে সঙ্গে মশলাগুলো ঠান্ডা পরিবেশে রাখুন।
  • বর্ষাকালে অনেকখানি গুঁড়োমশলা কৌটোতে ঢেলে রাখলে দেখা যায়, তাতে পোকা ধরে গেছে। এই সমস্যার সমাধান করতে কৌটাতে কয়েকটা লবঙ্গ ফেলে রেখে তারপর মশলা ঢালুন। লবঙ্গের গন্ধে গুড়ামশলা অনেকদিন ভালো থাকবে।
  • কাঠের বাক্সে মশলা রাখলেই সবচেয়ে ভালো হয়। এতে মশলা মিইয়ে যাওয়ার আশঙ্কাও থাকে না। ভেজা চামচ ব্যবহার করবেন না, এতে মশলার গন্ধ ও স্বাদ দুই-ই নষ্ট হয়ে যায়।
Link copied!