সারাদিন প্রচণ্ড রোদে ট্যাঙ্কের পানি গরম হয়ে যায়। ছাদের ওপরে থাকায় দিনের অধিকাংশ সময় ট্যাঙ্কের পানি একেবারে আগুন গরম হয়ে থাকে। বাথরুমের কল খুললেই গরম পানি বের হয়। কিছুতেই তা ঠান্ডা রাখা যায় না। তাই গরমে গোসল দিয়েও আরাম মিলে না। তাই বিশেষ উপায়ে পানি ঠান্ডা রাখার ব্যবস্থা করতে হবে। কিন্তু কীভাবে? চলুন জেনে আসি।
তীব্র রোদের হাত থেকে পানির ট্যাঙ্ককে বাঁচাতে চারপাশে পাটের বস্তা ভিজিয়ে জড়িয়ে রাখুন। ট্যাঙ্ক এতোটা গরম হবে না। পানি ঠান্ডা থাকবে।
ট্যাঙ্কের পানি গরম হওয়ার অন্যতম কারণ হলো পাইপলাইন সূর্যের তাপে গরম হয়ে যায়। ভেজা কাপড় দিয়ে পাইপকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করুন। সরাসরি তাপ পাবে না এবং পানিও ঠান্ডা থাকবে।