• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ফুলদানিতে শখের ফুল তাজা রাখার উপায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৮, ২০২৪, ০১:৪৭ পিএম
ফুলদানিতে শখের ফুল তাজা রাখার উপায়
ছবি: সংগৃহীত

ঘর সাজাতে অনেকেই বেছে নেন তাজা ফুল। ফুলদানিতে গুঁজে রাখা একগুচ্ছ তাজা ফুল যেমন ঘরের আবহ বদলে দিতে পারে, তেমনি প্রফুল্ল রাখতে পারে মন। কিন্তু টাটকা ফুল কিনে আনার দু বা একদিনেই শুকিয়ে যায়। শুকিয়ে গেলেই মনটা খারাপ হয়। ফুলদানিতে রাখার পর একটু যত্ন নিলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে ফুল

ফুলদানিতে ফুল রাখার আগে যেসব সতর্কতা অবলম্বন করলে ফুল তাজা থাকবে-

  • পরিষ্কার ফুলদানিতে ফুল রাখতে হবে। ফুলদানিতে ময়লা থাকলে ফুল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ফুলদানিতে ফুল রাখার আগে কাণ্ড বেশি ছোট করে কাটবেন না। ৪৫ ডিগ্রি কোণা করে কাটুন। এতে বহুদিন ফুল তাজা থাকবে।
  • তাজা ফুলের জন্য সবার আগে দরকার পরিষ্কার পানি। প্রতিদিন সম্ভব হলে দুবার করে ফুলদানির পানি বদলে দিন। সম্ভব না হলে অন্তত একবার। একই পানি বেশি সময় ধরে রাখলে ব্যাকটেরিয়া জন্মায়। পানি পাল্টালে ব্যাকটেরিয়া জন্মানোর সুযোগ পায় না।
  • ফুলদানিতে ফুল রাখার আগে পাতাগুলো ছেঁটে ফেলুন। ফুলের যে অংশ পানি ডোবানো থাকবে সেখানে পাতা থাকলে তাড়াতাড়ি ফুলে পচন ধরে যায়।
  • সংরক্ষণ করতে চাইলে ফুলের কুঁড়ি বেছে নিন। এতে অনেক দিন ধরে তাজা ফুলের সৌরভ পাওয়া যাবে।
    আলো-বাতাস চলাচল করে, এমন জায়গায় ফুলদানি রাখলে ফুল ভালো থাকবে। ফুলদানি ঘরের ঠান্ডা জায়গায় রাখুন। তবে যেখানে সরাসরি তাপ এবং বাতাস আসে এমন জায়গায় রাখবেন না। 

 

এছাড়াও কিছু উপায় অবলম্বন করলে ফুল তাজা থাকবে-

  • ফুলদানির অর্ধেক অংশ পানিতে ভর্তি করে ডাঁটাসহ ফুল ডুবিয়ে দিন। একটি অ্যাসপিরিন ট্যাবলেট ছেড়ে দিন পানিতে। পরদিন আরেকটি ট্যাবলেট দেবেন।
  • ফুলদানির পানিতে ফুল রাখার পর তাতে সিকি কাপ কোমল পানীয় যোগ করে নিন। এতে ফুল তাজা থাকবে। 
  • কাপ পানিতে ১/৮ চা চামচ লবণ ও সমপরিমাণ চিনি মেশান। চিনি ও লবণ মেশানো পানিতে ফুল রাখুন। অনেকদিন পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে ফুলের সুগন্ধ।
  • ২ ভাগ পানি ও ১ ভাগ আপেল সিডার ভিনেগার দিয়ে ফুলদানি পূর্ণ করুন। মিশ্রণে ফুল রাখুন। ভালো থাকবে অনেক দিন পর্যন্ত।
Link copied!