ঈদ মানেই নতুন পোশাক, সাজগোজ ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে তুলে ধরা। কেবল ভালো পোশাক পরাই নয়, ঈদে আউটলুকে নতুনত্ব আনতে চুলের স্টাইলও গুরুত্বপূর্ণ। ঈদের দিনে সবার নজর কাড়তে চাইলে একটি মানানসই হেয়ার কাট নেওয়া দরকার। যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
সঠিক হেয়ার কাট একজন ব্যক্তির চেহারার সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। তাই ঈদের আগে চুল কাটার পরিকল্পনা করে নিন।
পুরুষদের জন্য বেশ কিছু হেয়ার কাট ট্রেন্ড জনপ্রিয়, যা ঈদে আপনাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।
ফেড কাট
ফেড কাট বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হেয়ার কাটগুলোর মধ্যে একটি। এটি তিন ধরনের হয়ে থাকে। লো ফেড, যা হালকা শেডিং থাকে। যা বেশ ন্যাচারাল লুক দেয়। মিড ফেড, যা মাঝারি শেডিং থাকে, যা আধুনিক ও ফ্যাশনেবল লুক দেয়। হাই ফেড, যাতে মাথার পাশের চুল খুব ছোট থাকে এবং স্মার্ট ও ক্লিন লুক দেয়।
আন্ডারকাট
এই স্টাইলটি তরুণদের মধ্যে খুবই জনপ্রিয়। মাথার পাশের চুল ছোট রাখা হয়, আর উপরের অংশে চুল একটু লম্বা থাকে, যা ব্যাক-ব্রাশ বা সাইড-পার্ট করা যায়।
ক্লাসিক সাইড পার্ট
যারা একটু বেশি ফরমাল লুক পছন্দ করেন, তারা সাইড পার্ট হেয়ার কাট নিতে পারেন। এটি দারুণ পরিপাটি ও মার্জিত লুক দেয়।
ক্রু কাট
যারা খুব ছোট ও কম মেইনটেন্যান্সের স্টাইল চান, তারা ক্রু কাট নিতে পারেন। এটি সহজ ও পরিষ্কার লুক দেয় এবং গরমের সময় আরামদায়ক।
স্পাইক হেয়ার কাট
তরুণদের মধ্যে স্পাইক হেয়ার কাট বেশ জনপ্রিয়। এটি চুলের ওপরের অংশে ভলিউম দেয় এবং কিশোর ও যুবকদের আরও প্রাণবন্ত করে তোলে।