• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

শীতে মাফলার ফ্যাশনে ট্রেন্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ১০:২৪ পিএম
শীতে মাফলার ফ্যাশনে ট্রেন্ড
সূত্র: সংগৃহীত

শীত পোশাকের অন্যতম অনুষঙ্গ মাফলার। বহু বছর ধরেই শীতের তীব্রতা থেকে সুরক্ষা পেতে মাফলার ব্যবহার হচ্ছে। আধুনিক যুগে এটি শীত ফ্যাশনের অন্যতম অংশ হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। এটি মূলত একটি লম্বা এবং নরম কাপড় দিয়ে তৈরি হয়। যা গলায় জড়িয়ে রাখা হয়। সাধারণত উল দিয়ে এটি  তৈরি হয়। তবে বর্তমানে তুলো, সিল্ক এবং সিনথেটিক ফাইবারের মাফলারের ব্যবহার বেড়েছে।

জানা যায়, রোমান সাম্রাজ্যের সময় থেকেই মাফলার ব্যবহারের প্রচলন ছিল। প্রথমদিকে এটি মূলত ঠাণ্ডা থেকে সুরক্ষা পাওয়ার জন্য ব্যবহৃত হয়। সময়ের সঙ্গে সঙ্গে এটি ফ্যাশনের অংশ হয়ে ওঠে। উনিশ শতাব্দীতে মাফলার ফ্যাশনেবল পোশাকের অংশ হিসেবে জনপ্রিয়তা পায়।

বিভিন্ন ধরন এবং ডিজাইনের মাফলার পাওয়া যায়। যা শীতকালীন ফ্যাশনকে আরও সমৃদ্ধ করেছে। এর মধ্যে উলের মাফলার সবচেয়ে জনপ্রিয়। এটি উষ্ণতা প্রদান করে এবং শীতকালে দীর্ঘ সময়ের জন্য আরামদায়ক থাকে। নিটেড মাফলার সাধারণত হাতের বুননে তৈরি হয়। এটি খুবই স্টাইলিশ এবং আরামদায়ক। সাধারণত কাস্টম ডিজাইনের জন্য এটি বেশি জনপ্রিয়।

সিল্ক ফ্যাব্রিকের মাফলারও পাওয়া যায়। এটি হালকা এবং ফ্যাশনেবল। এটি কোনো অনুষ্ঠানের আউটফিটের সঙ্গে বেশি মানানসই হয়। এছাড়াও বিভিন্ন রঙ এবং প্রিন্টের মাফলার তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয়। এটি ক্যাজুয়াল এবং আধুনিক ফ্যাশনের জন্য আদর্শ।

মাফলার কেবল শীত থেকে সুরক্ষা দেয় না, এটি স্টাইল স্টেটমেন্ট হিসেবেও ব্যবহৃত হয়। নতুন প্রজন্মের মধ্যে মাফলার ফ্যাশনে ট্রেন্ডও চলছে।

 লেয়ারিং স্টাইল

মাফলারকে লেয়ারিং স্টাইলে ব্যবহার করা একটি জনপ্রিয় ট্রেন্ড। এটি শুধু উষ্ণতা নয়, বরং পোশাকের সঙ্গে একটি নতুন মাত্রা যোগ করে।

নট এবং ড্রেপিং

মাফলার পরার ভিন্নধর্মী নট এবং ড্রেপিং স্টাইল ফ্যাশনে বৈচিত্র্য আনে। উদাহরণস্বরূপ, ইউরোপীয় নট, ইনফিনিটি লুপ এবং ওভার দ্য শোল্ডার ড্রেপ স্টাইল।

রঙের বৈচিত্র্য

উজ্জ্বল এবং কনট্রাস্টিং রঙের মাফলার এখন ফ্যাশনের একটি গুরুত্বপূর্ণ অংশ। শীতকালীন পোশাকের একঘেয়েমি ভাঙতে এটি দারুণ কাজ করে।

লোগো এবং ব্র্যান্ডেড মাফলার

বিখ্যাত ব্র্যান্ডের লোগোযুক্ত মাফলার ফ্যাশনপ্রেমীদের কাছে খুবই প্রিয়। এটি ব্যক্তিত্ব এবং রুচির প্রতিফলন ঘটায়।

মাফলার ব্যবহারের টিপস

মাফলার ব্যবহারের ক্ষেত্রে কিছু টিপস মেনে চললে এটি ফ্যাশন এবং আরামের জন্য আরও কার্যকর হতে পারে।

·         শীতের তীব্রতার উপর নির্ভর করে মাফলারের উপাদান নির্বাচন করুন। খুব ঠাণ্ডা আবহাওয়ার জন্য উলের মাফলার, আর হালকা ঠাণ্ডার জন্য সিল্ক বা তুলোর মাফলার ব্যবহার করতে পারেন।

·         মাফলারের রঙ এবং ডিজাইন আপনার পোশাকের সঙ্গে মানানসই হওয়া উচিত। এটি আপনার সামগ্রিক লুককে আরও আকর্ষণীয় করে তুলবে।

·         মাফলারের দৈর্ঘ্য এবং প্রস্থ আপনার প্রয়োজন অনুযায়ী হওয়া উচিত। খুব লম্বা বা খুব ছোট মাফলার ব্যবহার করলে তা অস্বস্তিকর হতে পারে।

·         মাফলার পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। উলের মাফলার হালকা হাতে ধুতে হবে, আর সিল্কের মাফলার ড্রাই ক্লিন করা ভালো।

Link copied!