• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

মানুষের মতোই হাঁটতে পারে যে গাছ!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৭:০৪ পিএম
মানুষের মতোই হাঁটতে পারে যে গাছ!
সূত্র: সংগৃহীত

প্রকৃতি সবসময়ই রহস্যময়। একেক ঋতুতে একেক রূপ বদলায়। প্রকৃতি অন্যতম প্রধান হচ্ছে গাছপালা। মানুষের মতোই গাছেরও প্রাণ রয়েছে। তবে মানুষের জীবন শেষ হয়ে গেলে আর ফিরে আসে না। কিন্তু গাছ বছরঘুরে নতুন জীবন পায়। শীতের মৌসুমে গাছ নিজের সৌন্দর্য হারায়। কিন্তু বর্ষায় আবারও নতুন প্রাণ ফিরে পায়। এভাবেই গাছপালা বহুবছর ধরে পৃথিবীর বুকে দাড়িয়ে রয়েছে।

পৃথিবীর বুকে হরেক রকমের গাছ রয়েছে। তবে জানেন কি, এমন গাছও আছে, যা মানুষের মতো চলতে পারে। যার পা রয়েছে এবং এটি এক জায়গা থেকে অন্য জায়গায়ও যেতে পারে। না, কোনো গল্পের কাহিণি নয়। এটা সত্যিই, ঘটে।

গাছপালাও মানুষের মতোই বেড়ে ওঠে। ছোট থেকে বড় হয়ে ওঠে। তবে একটি বিশেষ গাছ মানুষের  মতো শ্বাস নেয় এবং চলতেও পারে! প্রকৃতির এই বিস্ময়কর সৃষ্টি শুধুমাত্র বিজ্ঞানীদের কাছেই নয়, বরং সাধারণ মানুষের কাছেও রহস্য হয়ে রয়েছে।

প্রকৃতির অন্যতম রহস্যময় ও বিস্ময়কর গাছটি হলো ক্যাসাপোনা। এই গাছটি ইকুয়েডরের গভীর গ্রীষ্মমণ্ডলীয় অরণ্যে পাওয়া যায়। এটি তালগাছের একটি প্রজাতি। যা ‘চলমান তালগাছ’ নামেও পরিচিত।  এর বৈজ্ঞানিক নাম হচ্ছে Socratea Exorrhiza।

জানা যায়, ইকুয়েডরের গভীর অরণ্যে খুব বেশি মাটির ক্ষয় হয়। সেখানে সূর্যের আলো সব জায়গায়  পৌঁছায় না। মাটি ক্ষয়ের কারণে গাছের শিকড়ের নিচের মাটি আলগা হয়ে যায়। তখন ওই গাছগুলো শক্ত মাটি ও পর্যাপ্ত সূর্যালোকের সন্ধানে নতুন শিকড় তৈরি করে। নতুন শিকড় ধীরে ধীরে মাটিতে স্থির হয়ে যায়। অন্যদিকে পুরোনো শিকড় ধীরে ধীরে আলগা হতে থাকে। এভাবেই গাছটি আগের অবস্থান থেকে নতুন জায়গায় যেতে পারে।

ক্যাসাপোনা গাছের চলার এই রহস্য প্রথম আবিষ্কার করেন স্লোভাক স্টেট রিসার্চ ইনস্টিটিউটের উদ্ভিদবিজ্ঞানী পিটার ভ্রানস্কি। তার গবেষণায় উঠে আসে, ক্যাসাপোনা গাছ টিকে থাকার জন্য স্থান পরিবর্তন করতে পারে। যদিও এই স্থানান্তরের প্রক্রিয়া খুবই ধীরগতিতে হয়। গাছটি দিনে মাত্র ২ থেকে ৩ সেন্টিমিটার পর্যন্ত এগিয়ে যেতে পারে। একস্থান থেকে অন্যস্থানে পুরোপুরি স্থানান্তর হতে প্রায় দুই বছর সময় লেগে যায়। কখনও কখনও গাছটি তার মূল অবস্থান থেকে ২০ মিটার পর্যন্ত সরে যেতে পারে।

উদ্ভিদবিজ্ঞানী পিটার ভ্রানস্কি জানান, ক্যাসাপোনা গাছ প্রকৃতির এক আশ্চর্য দৃষ্টান্ত। যা প্রমাণ করে যে বেঁচে থাকার জন্য শুধু প্রাণীরাই নয়, উদ্ভিদরাও নিজেদের পরিবর্তন করতে পারে।

Link copied!