• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আজ সিঙ্গেলদের দিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৪:২৭ পিএম
আজ সিঙ্গেলদের দিন
ছবি: সংগৃহীত

প্রতিবছর নভেম্বরের ১১ তারিখ ‘সিঙ্গেলস ডে’ উদযাপিত হয়। এই দিনকে প্রকাশ করা হয় চারটি ‘১’ এর মাধ্যমে, অর্থাৎ ১১.১১। সর্বপ্রথম নব্বইয়ের দশকে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের একদল ‘সিঙ্গেল’ শিক্ষার্থী নিজেদের নিঃসঙ্গতাকে উদযাপনের জন্য দিনটির প্রচলন করেন। তারপর থেকে চীনে এই দিবসটি উদযাপন করা হচ্ছে। চীনারা এই দিনকে উদযাপন করার জন্য শপিংকে বেছে নিয়েছে। তবে এখন শুধু চীনেই না বর্তমানে এর প্রভাব দেখা যায় এদেশেও। তাইতো বিভিন্ন অনলাইন ও অফলাইন শপগুলোতে চলছে ‘১১.১১ ছাড়’।

তবে সিঙ্গেলরা যে শুধু শপিং করেই আনন্দ পান তা না। তাদের যেহেতু কারও কাছে জবাবদিহি করতে হয় না তাই তারা মনে যা চায় তাই করতে পারে। এছাড়া সিঙ্গেল থাকলে আরও কিছু সুবিধা পাওয়া যায়। যেমন-

সিঙ্গেল থাকলে সবচেয়ে বেশি সুবিধার বিষয় হচ্ছে এসময় মনে যা খুশি তা করা যায়। ইচ্ছে মতো ঘুরতে পারেন সিঙ্গেরা। এর জন্য কাউকে জবাবদিহি করতে হয়। যতখুশি ঘুরতে পারে কোনও জটিলতার ভয় থাকে না।

সিঙ্গেল থাকার বড় সুবিধা হলো নিজের শখ পূরণে কোনও বাধা থাকে না। জীবনে আরেকজন থাকলে তখন সে আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়। আপনার শখ আহ্লাদের চেয়ে তার তখন নিজের ইচ্ছা অনিচ্ছা চাপাতে চান। যদি আপনি তার নিয়ন্ত্রণের বাইরে থাকতে চান তখন আপনি সম্পর্কের জটিলতায় থাকতেন। সেক্ষেত্রে যারা সিঙ্গেল তাদের এধরণের কোন চাপ থাকে না। নিজের শখ পূরণ করতে পারে সিঙ্গেলরা।

সিঙ্গেলদের সম্পর্কের জটিলতার মধ্যে থাকতে হয় না। যার কারণে তারা তাদের লক্ষ্যে অবিচল থাকতে পারে ও জীবনে শফল হওয়া যায়।

সিঙ্গেলরা সবার সঙ্গে সম্পর্ক রক্ষা করতে পারে। তাদের যেহেতু কোথায় যাচ্ছে কাদের সঙ্গে মিশছে এ বিষয়ে কারও কাছে জবাবদিহিতায় যেতে হয় না তাই সবার সঙ্গে সহজেই মিশতে পারে। সবার সঙ্গে যোগাযোগ রাখতে পারে। ফলে যোগাযোগ দক্ষতা তৈরি হয়।

সিঙ্গেলরা অন্যদের তুলনায় আর্থিকভাবে চাপমুক্ত থাকেন। প্রেম করলে বাইরে খাওয়া, সিনেমা দেখা, ঘোরাফেরা, কেনাকাটা ইত্যাদির খরচ যোগ হবে। আর সেটা দু’পক্ষের ক্ষেত্রেই। সেক্ষেত্রে সিঙ্গেলদের এই খরচের চাপ থেকে মুক্ত থাকা যায়।

সিঙ্গেলদের ভালো ঘুম হয়। কারণ সিঙ্গেলদের কোন সম্পর্কের জটিলতা থাকে না। যার কারণে কোন রকম ডিপ্রেশন থাকে না। তাই সিঙ্গেলদের ভালো ঘুম হয়। 

Link copied!