• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারেন যেসব সৃজনশীল পরিকল্পনায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৪:১১ পিএম
থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারেন যেসব সৃজনশীল পরিকল্পনায়
ছবি: সংগৃহীত

পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে উদযাপন করা হয় থার্টি ফার্স্ট নাইট। একেকজন একেক রকম ভাবে পালন করে এই বিশেষ মুহূর্তটি। বিগত বছর গুলোতে দেখা যায়, রাত ঠিক বারটায় আতশবাজির ঝলকে রঙ্গিন হয়ে উঠে ঢাকার আকাশ, পাশাপাশি পটকার শব্দে প্রকম্পিত হয় বিভিন্ন এলাকা। আবার তারকা হোটেলগুলোতে পার্টি, ডিসকোসহ নানা আয়োজনে অংশ নেয় উচ্চবিত্তের অসংখ্য মানুষ।

আবার কেউ কেউ বাড়িতেই নিজের পরিবারের লোকজনের সঙ্গে কাটাতে পছন্দ করেন। অল্প কিছু আয়োজন থাকে হয়ত দিনটি উদযাপনের। তবে আতশবাজি, পটকা না ফাটিয়ে এই মুহূর্তটিকে স্মরনীয় করে রাখতে কিছু সৃজনশীল কাজের পরিকল্পনা করতে পারেন। যেমন-

  • আপনারা এই মুহূর্তটি কীভাবে উদযাপন করবেন তার একটি সুসংগঠিত পরিকল্পনা করতে পারেন। কী ধরণের আয়োজন রাখবেন তার পরিকল্পনা করুন। আপনার এই আয়োজনটি কোথায় করবেন তার জায়গা নির্ধারণ করুন। ঘরে করতে পারেন আবার ছাদেও। এবার নির্ধারণ করুন খাবারের মেনু, সাজসজ্জা ও বিনোদনে যেসব বিষয় রাখবেন। তবে খেয়াল রাখতে হবে আপনার আনন্দ অন্যের সমস্যার কারণ যাতে না হয়।  
  • যদি পরিবারের বাইরে অন্যদেরও রাখতে চান তাহলে আগে তার তালিকা করুন। এসময় খেয়াল রাখতে হবে আপনি যেখানে আয়োজনের কথা ভাবছেন তার ধারণ ক্ষমতা কেমন।  
  • উদযাপনটাকে আনন্দঘন করতে রাখতে পারেন সাংস্কৃতিক আয়োজন। সেখানে বাড়ির ছোট থেকে সবচেয়ে প্রবীন মানুষটিও অংশ নিতে পারেন। তবে এসময় খেয়াল রাখতে হবে শব্দের দিকে। জোরে মাইক বাজালে শব্দদূষণ হবে এবং আশেপাশের মানুষজনের সমস্যা হবে।
  • উদযাপনটিকে আরও বেশি আনন্দের করতে আয়োজন করা যেতে পারে বারবিকিউ পার্টির।
  • সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি রাখতে পারেন মজার সব খেলার ব্যবস্থা। এতে উৎসবে আনন্দের আমেজ পাবেন। 
Link copied!