থার্টি ফার্স্ট নাইট, অর্থাৎ বছরের শেষ রাত। নতুন বছরকে স্বাগত জানানোর একটি বিশেষ মুহূর্ত। এদিন অনেকেই বাইরে ঘুরতে যান, বাইরেই উদযাপন করেন। তবে ঘরেও সুন্দরভাবে আয়োজন করে এই দিনটি উদযাপন করা সম্ভব। পরিবারের সদস্যদের বা কাছের বন্ধুদের নিয়ে ঘরোয়া পরিবেশে উদযাপন করা যায়। এর জন্য কিছু সৃজনশীল পরিকল্পনা ও উদ্যোগই যথেষ্ট।
পরিকল্পনা শুরু করুন আগেই
যেকোনো উৎসব আয়োজনের প্রথম ধাপ হলো সঠিক পরিকল্পনা। আগেই পরিকল্পনা করলে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য একটি তালিকা তৈরি করুন। অতিথির তালিকা, খাবারের মেনু, ঘরের সাজসজ্জা, বিনোদনের আয়োজন, বিশেষ মুহূর্তের জন্য কিছু চমক রাখুন।
অতিথি তালিকা
কাকে কাকে আমন্ত্রণ জানাবেন, তা আগে ঠিক করুন। পরিবারের সদস্যদের নিয়ে আয়োজন করলে এটি সহজ হয়। তবে বন্ধু বা আত্মীয়দের আমন্ত্রণ জানালে তাদের জন্য যথাযথ প্রস্তুতি রাখতে হবে। অতিথিদের সংখ্যা নির্ধারণ করলে খাবার, সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং বিনোদনের পরিকল্পনা সহজ হবে।
ঘরের সাজসজ্জা
উৎসবের পরিবেশ তৈরি করতে ঘরের সাজসজ্জা অত্যন্ত গুরুত্বপূর্ণ। থার্টি ফার্স্ট নাইটের জন্য একটি ঘরেই উজ্জ্বল ও রঙিন পরিবেশ তৈরি করুন। ফেয়ারি লাইট, ক্যান্ডেল বা এলইডি লাইট লাগিয়ে ঘরকে আলোকিত করুন। রঙিন আলো নতুন বছরের উদযাপনের উচ্ছ্বাস বাড়িয়ে দেয়।
থিম রাখুন
যেকোনো একটি নির্দিষ্ট থিম বেছে নিন। যেমন "গোল্ড অ্যান্ড ব্ল্যাক", "স্টারলাইট নাইট" বা "রেট্রো পার্টি"। থিম অনুযায়ী ঘর সাজান। অতিথিদের জন্য ড্রেস কোড নির্ধারণ করে দিন। এতে আয়োজন আরও সুন্দর দেখাবে।
ফটো কর্নার
ঘরের একটি বিশেষ জায়গায় ফটো কর্নার তৈরি করুন। এখানে ব্যাকড্রপ হিসেবে ফয়েল কার্টেন, ব্যানার, বা বেলুন ব্যবহার করতে পারেন। সেখানেই পরিবার, বন্ধুদের সঙ্গে ছবির ফ্রেমে স্মৃতিবন্দি হতে পারবেন।
বেলুন ও ফেস্টুন
বেলুন দিয়ে সিলিং বা দেয়াল সাজিয়ে নিন। "হ্যাপি নিউ ইয়ার" লেখা ফেস্টুন ঘরের কেন্দ্রবিন্দুতে ঝুলিয়ে দিন। সবার হাতে প্লে কার্ড রাখতে পারেন। ঘরের মেঝেতেও বেলুন ছড়িয়ে দিতে পারেন।
খাবারের আয়োজন
খাবার যে কোনো উৎসবের প্রধান আকর্ষণ। থার্টি ফার্স্ট নাইটে খাবারের মেনুতে রাখতে পারেন কিছু স্পেশাল আইটেম। চিকেন নাগেটস, স্প্রিং রোল, ফ্রেঞ্চ ফ্রাই, ভেজিটেবল স্যুপ, শীতের নানা ধরণের পিঠা থাকতে পারে নাস্তার তালিকায়। রাতের খাবারে বিরিয়ানি বা পোলাও, রোস্ট চিকেন বা বিফ স্টেক, ভেজিটেবল সালাদ, নান বা পরোটা রাখা যায়। ডেজার্টের ব্যবস্থাও রাখুন। চকোলেট কেক বা ব্রাউনি পুডিং, ফলের সালাদ, আইসক্রিম, ড্রিংকস, ঠান্ডা কফি, ফ্রুট জুস রাখতে পারেন। আর কেক তো থাকবেই। খাবারগুলো ঘরে তৈরি করতে পারেন। অথবা বাইরে থেকে অর্ডার করতে পারেন। তবে মেনু এমনভাবে তৈরি করুন, যা অতিথিদের পছন্দ হবে এবং আপনারও কষ্ট কম হবে।
বিনোদনের আয়োজন
থার্টি ফার্স্ট নাইট উদযাপনের একটি বড় অংশ হলো বিনোদন। অতিথিদের আনন্দ দিতে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রাখুন। ঘরে মিউজিক সিস্টেম থাকলে অতিথিদের জন্য একটি প্লেলিস্ট তৈরি করুন। যেখানে জনপ্রিয় ও উৎসবমুখর গান থাকবে। সবাই মিলে নাচের আয়োজন করুন। লুডু, ক্যারাম, বা স্ক্র্যাবল, মজার কুইজ যেমন নতুন বছরের রেজোলিউশন বা স্মৃতিমূলক প্রশ্ন নিয়ে একটি কুইজ আয়োজন রাখতে পারেন।
মুভি নাইট
ঘরের ড্রইং রুমে একটি প্রজেক্টর বা বড় স্ক্রিনের ব্যবস্থা করুন। নতুন বছরের থিমের উপর ভিত্তি করে একটি সিনেমা বা সিরিজ দেখার পরিকল্পনা করুন। সবাই মিলে তা উপভোগ করুন। সময়টা আনন্দেই কাটবে।
ফায়ারওয়ার্কস
ঘরের ছাদে বা খোলা জায়গায় ছোটখাটো আতশবাজির ব্যবস্থা করতে পারেন। তবে তার আগে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। আতশবাজি যত কম করা যায় তাই ভালো। প্রয়োজনে এই আয়োজনটি বাদও দিতে পারেন। কারণ এতে আশপাশের অন্যদের সমস্যা হতে পারে। ফানস উড়ানো, আতশবাজি ফোটানো বাদ দিয়ে অন্য পরিকল্পনা করতে পারেন। যেমন মোম জ্বালিয়ে কিংবা তারাবাতি জ্বালিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে পারেন।
বিশেষ মুহূর্তের জন্য চমক
থার্টি ফার্স্ট নাইটের বিশেষ মুহূর্ত হলো রাত ১২টা। নতুন বছরকে স্বাগত জানাতে কিছু চমক রাখতে পারেন। রাত ১২টার ঠিক আগে একটি কাউন্টডাউন শুরু করুন। সবাই একসঙ্গে নতুন বছরকে স্বাগত জানান। সবাইকে নতুন বছরের পরিকল্পনা বা রেজোলিউশন শেয়ার করতে বলুন। এটি একটি মজার এবং আবেগঘন পরিবেশ তৈরি করবে। অতিথিদের জন্য ছোটখাটো গিফট রাখুন। এটি নতুন বছরের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।
স্মৃতিচারণ
গত বছরের থার্টি ফাস্ট নাইটের সুন্দর মুহূর্তগুলো ছবি বা ভিডিও বানিয়ে একটি প্রজেক্টরে দেখানোর ব্যবস্থা করতে পারেন।
থার্টি ফার্স্ট নাইট ঘরেই উদযাপন করলে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো যায়। দিনটিকে স্মরণীয় করে তোলা যায়। তাই ঘরেই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে নতুন বছরকে স্বাগত জানান।