• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

গাছ লাগানোর আগে যেসব বিষয় জেনে নেবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০১:০৩ পিএম
গাছ লাগানোর আগে যেসব বিষয় জেনে নেবেন
ছবি: সংগৃহীত

শীতে দেখা মেলে হরেক রকমের ফুল গাছ। এসব গাছ অনেকেই বাগানে রাখতে চান। নার্সারি বা ভ্যান থেকে দু-চারটা গাছ কিনে এনে যখন লাগাবেন তখন সঠিক পদ্ধতি মেনে চলতে হয়। তাতে গাছ ফুল ভালো দেবে। চলুন কীভাবে লাগাবেন দেখে নিই।

  • গাছ কেনার সময় যে প্যাকেটে গাছ ছিল, তার চেয়ে কিছুটা বড় টব নিতে হবে। গাছের ধরন অনুযায়ী টব দিতে হবে। টব থেকে পানি বের হওয়ার ভালো ব্যবস্থা টবে আছে কি না, সেটা খেয়াল রাখতে হবে।।
  • গাছের ধরন অনুযায়ী মাটি প্রস্তুত করতে হবে। আমাদের দেশি গাছের জন্য একরকম আবার যদি গাছটি ক্যাকটাস, স্যাকুলেন্ট বা এডেনিয়াম হয় তাহলে নিয়ম মেনে বালি, ভার্মিকম্পোস্ট বা আরও আর যা যা আছে সব নিয়ম মেনে দিয়ে সয়েল বানাতে হবে।
  • নতুন পাত্রে গাছ বসানোর আগে ভালো করে দেখে নিতে হবে শিকড়ের স্বাস্থ্য। শিকড়ের কোনো অংশ পচে গেলে তা বাদ দিতে হবে। কিছু শিকর কেটে দিতে হবে। যেসব গাছের কর্ডেক্স মোটা রাখতে চান তার অপ্রয়োজনীয় শিকড় কেটে দিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে, প্রধান মূলটিতে যেন আঘাত না লাগে। তারপর টবে গাছ লাগিয়ে দিতে হবে।
  • গাছ লাগানো পর অল্প পানি দিতে হবে। না হলে গাছের শিকড় সঠিকভাবে মাটি আঁকড়ে ধরতে পারবে না।
  • লাগানোর গাছ যাতে সরাসরি রোদ বা বৃষ্টি পড়ে এমন জায়গায় গাছটিকে রাখা যাবে না। পর্যাপ্ত আলো বাতাস আসে এমন জায়গায় ছায়াতে রাখলেই হবে। আর বাগানে মাটিতে গাছ লাগালে বিকেলে লাগানোই ভালো।
Link copied!