প্রতিটি প্রাণীরই যত্নের প্রয়োজন হয়। প্রকৃতির ঋতু পরিবর্তনের হাওয়া প্রত্যেকটি প্রাণীর শরীরেই বয়ে যায়। এমনকী খুব শখ করে রাখা আপনার ঘরের শোভা বাড়াচ্ছে যে অ্যাকুরিয়াম, তাতে থাকা মাছগুলোর শরীরেও। তাই নিজের যত্নের পাশাপাশি তাদেরও ভালো রাখুন এই মৌসুমে। চলুন তাহলে জেনে নিই শীতে অ্যাকুরিয়ামে থাকা মাছের যত্নে কী কী করতে হবে।
পানি পরিবর্তন করা
শীতকালে ঠান্ডা পানিতে অ্যাকুরিয়ামটি পূর্ণ করলে পানির তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। তাতে মাছের বিভিন্নরকম স্ট্রেসড হতে পারে। বেশি পরিমাণে পানির বদলে কম পরিমাণে, যেমন সাধারণত ২০-২৫% পানি নিয়মিতভাবে ৭-১৫ দিনের মধ্যে পরিবর্তনের চেষ্টা করুন।
পুষ্টিকর খাবার দেওয়া
অ্যাকুরিয়ামের মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মানসম্পন্ন খাবার দিন। ফ্রোজেন খাবারগুলোতে ভিটামিন এবং খনিজ থাকে, যা মাছের মানসম্পন্ন খাবার সরবরাহের জন্য বড় উপাদান হতে পারে।
ঠান্ডা থেকে দূরে রাখা
রাতে মাছের অ্যাকুরিয়ামগুলো যেন ঠান্ডার সংস্পর্শে না থাকে, সেটি নিশ্চিত করতে হবে। যদি অ্যাকুরিয়াম জানালার পাশে থাকে তাহলে জানালা বন্ধ রাখুন। বিশেষ করে রাতের বেলা। সেক্ষেত্রে জানালায় পর্দা ব্যবহার করতে পারেন। অ্যাকুরিয়ামের পানির তাপমাত্রা মাপার থার্মোমিটারের সাহায্যে প্রতিদিন পানির তাপমাত্রা পরিমাপ করুন। যাতে মাছের জন্য আদর্শ পানির পরিমাপ বজায় থাকে।
হিটারের আকার
অ্যাকুরিয়ামের পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ করার হিটারটি যথেষ্ট কি না, তা পরীক্ষা করতে পারেন। যদি অ্যাকুরিয়াম ৫০ লিটারের হয়, তাহলে ৫০ ওয়াটের হিটার ব্যবহার করুন। ৫০ লিটারের ওপরে ১০০ লিটারের সমান বা কম হলে ১০০ ওয়াটের হিটার ব্যবহার করুন। তাই ৫০-১০০ লিটার পানির ক্ষেত্রে ১০০ ওয়াট, ১০০-১৫০ লিটার পানির ক্ষেত্রে ১৫০ ওয়াট, ১৫০-২০০ লিটার পানির ক্ষেত্রে ২০০ ওয়াট এভাবে হিটার নির্বাচন করুন।
এয়ার পাম্প
অ্যাকুরিয়ামে বড় সাইজের মাছ যেমন কার্প, কমেট বা গোল্ডফিস বা মনস্টার টাইপের মাছ থাকলে পরিমাণমতো অক্সিজেন সাপ্লাই দিন। এয়ার পাম্প কিনে পাইপ ও এয়ার স্টনের মাধ্যমে বাতাস সাপ্লাই করতে পারেন। এতে বাতাসে থাকা অক্সিজেন পানিতে মিশে অক্সিজেনের পরিমাণ বাড়াতে পারে।
আপনার শখের অ্যাকুরিয়ামের মাছের যত্নে এই কয়েকটি বিষয় খেয়াল রাখুন। সুস্থ থাকবে মাছ। সুন্দর থাকবে অ্যাকুরিয়াম।