• ঢাকা
  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শীতে অ্যাকুরিয়ামের মাছের যত্নে যা করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০৬:১৩ পিএম
শীতে অ্যাকুরিয়ামের মাছের যত্নে যা করবেন
ছবি: সংগৃহীত

অনেকেই শখ করে অ্যাকুরিয়াম কেনেন এবং সেখানে রঙ বেরঙের মাছও রাখেন। তবে শখ করে শুধু মাছ কিনে নিলেই তো আর হয় না প্রয়োজন যত্নেরও। আর যদি ভেবে থাকেন সব সময় একই রকম ভাবে যত্ন নেবেন তা কিন্তু ঠিক না। তার কারণ ঋতু বৈচিত্র। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে অ্যাকুরিয়ামের এসব মাছেরও যত্নের প্রয়োজন। আর যেহেতু শীত আসার সঙ্গে সঙ্গে আবহাওয়া ঠান্ডা হয়ে যায় তাই এসময় মাছের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। চলুন দেখে নেই শীতে কীভাবে অ্যাকুরিয়ামের মাছের যত্ন নেবেন-

তাপমাত্রা ধরে রাখতে হবে
শীতে তাপমাত্রা কমে যায়। এই তাপমাত্রা মাছের জন্য উপযোগী না। তাই অ্যাকুয়ারিয়ামের পানির একটি নির্দিষ্ট তাপমাত্রা ধরে রাখতে হবে। এ ক্ষেত্রে অ্যাকুয়ারিয়ামে হিটার ব্যবহার করুন। অ্যাকুয়ারিয়ামের পানির পরিমাণ বিবেচনা করে হিটার কিনুন।

খাবার
মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার দিন। তাপমাত্রা পরিবর্তনের জন্য মাছের দেহে ছত্রাকজনিত রোগ হতে পারে। তাই মাছের খাবারে বিশেষ নজর রাখতে হবে। ফ্রোজেন খাবারগুলোতে ভিটামিন এবং খনিজ থাকে, যা মাছের মানসম্পন্ন খাবার সরবরাহের জন্য বড় উপাদান হতে পারে।

অ্যাকুরিয়াম রাখার স্থান
অ্যাকুয়ারিয়ামকে কখনোই জানালার পাশে রাখবেন না। রাখলেও জানালা বন্ধ রাখুন। কারণ জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করে।

পানি পরিবর্তন
শীতকালে পানি যেহেতু ঠান্ডা থাকে তাই আপনি যদি পুরো পানি পাল্টে নতুন করে পানি অ্যাকুরিয়ামে দেন তাহলে পুরো পানি ঠান্ডা হয়ে যায়। তাই একসঙ্গে পুরো পানি না পাল্টে  ২০-২৫% পানি নিয়মিতভাবে ৭-১৫ দিনের মধ্যে পরিবর্তনের চেষ্টা করুন।

পানির তাপমাত্রা
পানির তাপমাত্রা ২৫ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার চেষ্টা করুন।

Link copied!