• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শীতে মোটরসাইকেল স্টার্ট না নিলে করণীয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৪, ০৬:০৯ পিএম
শীতে মোটরসাইকেল স্টার্ট না নিলে করণীয়
ছবি: সংগৃহীত

শীতের সকালে বাইক/স্কুটারের ইঞ্জিন স্টার্ট নিতে চায় না। এটা একটা সাধারণ সমস্যা বাইক চালকদের জন্য। বিশেষ করে যেসব বাইকে শুধুমাত্র সেলফ স্টার্টার রয়েছে সেগুলো স্টার্ট দিতে শীতের ঠান্ডা আবহাওয়ায় সমস্যায় বেশি হয়। যদি শীতের সকালে বাইক স্ট্রাট না নেয় তাহলে করণীয় কী জেনে নিন-

চোক টেনে স্টার্ট দিন 
কার্বুরেটর যুক্ত বাইকের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চোক। শীতের সকালে নিজের পছন্দের বাইকটি চালু না হলে এই চোক টেনে ধরে স্টার্ট দিন। স্টার্ট হলে চোক ছেড়ে দিন।

নিয়মিত ইঞ্জিন চালু করুন
প্রতিদিন হয়ত আপনার বাইক নিয়ে বের হতে হয় না। যার ফলে আপনি যেদিন যেদিন বের হোন না সেদিনগুলোতে বাইক স্টার্টও করেন না। শীতকালে আবহাওয়া ঠান্ডা থাকে। ঠান্ডা আবহাওয়ায় ইঞ্জিনও প্রচন্ড ঠান্ডা হয়। তখন এভাবে বাইক ফেলে রাখলে ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। তাই নিয়মিত না চালালেও প্রতিদিন অন্তত একবার ডবলস্ট্যান্ড করে কমপক্ষে পাঁচ মিনিটের জন্য মোটরসাইকেলটি স্টার্ট করে রাখুন। এর ফলে বাইকের ইঞ্জিন ভালো থাকবে এবং স্টার্ট নিতেও সমস্যা হবে না।

ব্যাটারিটির চার্জ করান
নিয়মিত ব্যাটারি চেক আপ করুন, যাদের বাইকে কিক অপশন নেই তাদের জন্য ব্যাটারি অনেক গুরুত্বপূর্ণ। আবার কিকস্টার্ট থাকুক বা না থাকুক ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ রয়েছে কিনা তা অবশ্যই দেখে নিন। যদি না থাকে তবে কোনো মেকানিকের কাছ থেকে সেটি চার্জ করানোর ব্যবস্থা করুন।

নিয়মিত ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন
ঘন ইঞ্জিন অয়েল দীর্ঘদিন ব্যবহারের ফলে পাতলা হয়ে যায় তখনই ইঞ্জিন স্টার্ট না নেওয়ার সমস্যা দেখা দেয়। তাই শীতে ইঞ্জিন অয়েলের দিকে খেয়াল রাখুন এবং প্রয়োজনে পরিবর্তন করুন।

বাইক ঢেকে রাখুন
শীত কালে বাইক বাইরে রাখলে ঢেকে রাখুন। কারণ এসময় প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে যা বাইকের ব্যাটারির জন্য ক্ষতিকর। তাই শীতে বাইক সরাসরি খোলা আকাশে নিচে রাখা ঠিক না। আর রাখলেও ভালো ভাবে ঢেকে রাখতে হবে।

স্পার্ক প্লাগ পরিষ্কার রাখুন
যে কোনো দুই চাকার গাড়ির ইঞ্জিন চালু হওয়ার জন্য স্পার্ক প্লাগের ভূমিকা অনস্বীকার্য। দীর্ঘ সময় বাইকটি ব্যবহারের ফলে এতে ময়লা জমতে পারে। তাই বাইকের প্লাগটি সব সময় পরিষ্কার রাখতে চেষ্টা করুন। 

Link copied!