বিদায় নিচ্ছে ২০২৪ সাল। নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানাতে ইতোমধ্যে প্রস্তুত বিশ্ববাসী। এখন শুধু সময়ের অপেক্ষা। চলতি বছরের শেষপ্রান্তে এসে কিছু কাজ আর পরিকল্পনার বিষয়গুলো সেরে নিতে পারেন। নতুন বছর শুরু হবে নতুন করে। তাই নতুন বছরকে স্বাগত জানানোর আগে কিছু কাজ করে নিতে পারেন।
স্মৃতিচারণ
প্রতিবছরই বিশেষ কিছু মুহূর্ত কাটে। ২০২৪ সালও হয়তো তেমনই ছিল। বছর শেষে একটু স্মৃতিচারণ করে নিতে পারেন। বছরের সুন্দর স্মৃতি, কোন ঘটনাগুলো কথা মনে করুন। ভুল থেকে শিক্ষা নিন। সেই ভুলগুলো যেন নতুন বছরে না হয়, তা খেয়াল রাখুন। এই বছরের সুন্দর ছবিগুলোতে একবার নজর দিন। পুরোনো স্মৃতি তাজা হয়ে উঠবে।
কেন কৃতজ্ঞ থাকবেন
এই বছর কোন বিষয় বা ঘটনা আপনার জীবন পাল্টে দিয়েছে। বড় অর্জন, ছোট কোনো ঘটনার জন্য আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। যারা এই বছর আপনার সঙ্গে ছিল, যাদের সহযোগিতায় আপনি যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পেরেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাও দায়িত্ব। বছর শেষ হওয়ার আগেই এই কাজটি করে নিতে পারেন। আপনার কৃতজ্ঞতা তাদের কাছে পৌছে দিন। যেন নতুন বছরেও তাদের আপনি পাশে পান।
অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিন
অপ্রয়োজনীয় জিনিসগুলো এই বছরই ঝেড়ে ফেলুন। ঘরের আলমারির অতিরিক্ত জামাকাপড়, জিনিসপত্র বাতিল করুন। ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ, ছবি, ভিডিও, ডকুমেন্ট বাদ দিন। অফিসের অপ্রয়োজনীয় জিনিসগুলো বাতিল করতে পারেন। নতুন বছরে শুধু প্রয়োজনীয় জিনিসগুলোই সঙ্গে থাকুক।
ক্ষমা করুন
এই বছর হয়তো কারো সঙ্গে মনোমালিন্য হয়েছে। কারো সঙ্গে হয়তো যোগাযোগ বা কথা বলাও বন্ধ করে দিয়েছেন। কারো সম্পর্কে মনের মধ্যে ক্ষোভ বা নেতিবাচকতা থেকে যাচ্ছে। এমন বিষয়গুলো থেকে বেরিয়ে আসুন। সবকিছু ভুলে নতুন বছরে নতুন করে শুরু করতে হবে। তাই অন্যের ভুল ক্ষমা করুন এবং নিজের ভুল বুঝে ক্ষমা চেয়ে নিন। সম্পর্ক সুন্দর রাখুন। নতুন বছর ইতিবাচকতার সঙ্গে শুরু করুন।
কাছের মানুষকে প্রাধান্য দিন
কাজের ব্যস্ততায় বছরের দিনগুলো পার করেছেন। বছরের শেষভাগে এসে পরিবারের আপনজনদের সময় দিন। আপনার জীবনে তাদের ভূমিকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করুন। পরিবারের অন্যদের সঙ্গে দেখা করুন। সময় দিন। নতুন বছরের আনন্দ ভাগ করে নিন।
নতুন কিছু শুরু
এই বছর কিছু শুরু করবেন বলে এখনও হয়নি? তাহলে দেরি না করে নতুন বছর শুরুর আগেই সেই পরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ নিন। নতুন কিছু শুরু করুন। নিজের স্কিল বাড়াতে, নিজেকে দক্ষ করে তুলতে কিংবা ক্যারিয়ারে একধাপ এগিয়ে যেতে নতুন কিছু শুরু করা অত্যন্ত জরুরি।
লক্ষ্য নির্ধারণ করুন
নতুন বছর নিয়ে ৩টি লক্ষ্য নির্ধারণ করুন। জিমে যাওয়া, পরিবারকে সময় দেওয়া, বিদেশভ্রমণ, নিজের ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার পদক্ষেপ নেওয়া, নিজের সম্পত্তি বাড়ানো কিংবা অন্য যেকোনো লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যান। লক্ষ্য অর্জনে কী কী পদক্ষেপ হতে পারে তাও ঠিক করুন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া