• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

নতুন আসবাব কেনার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩, ০২:০৬ পিএম
নতুন আসবাব কেনার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন

ঘর গুছিয়ে তোলার জন্য সবচেয়ে আগে দরকার আসবাব। আসবাব যেমন প্রয়োজনীয় বিষয়, তেমনই তার সঙ্গে জড়িয়ে থাকে অন্দরসজ্জাও। তাই আসবাব কেনার আগে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। কম বাজেটেও এখন ছোটখাটো, স্টাইলিশ আসবাব পাওয়া যায়। শুধু ভালোভাবে দেখেশুনে কিনতে হবে। আসুন জেনে নিই কিছু টিপস।

১. আসবাব কেনার ক্ষেত্রে আগে ঘরের আয়তন ভালোভাবে দেখে নিন। ফ্ল্যাট হলে একরকম আসবাব, আবার বাড়িতে লাগবে মানানসই ফার্নিচার। ভাড়াবাড়ি হলে সেখানে দ্রুত, সহজে অদলবদল করা যায়, তেমন আসবাব কিনলেই ভালো। একটি খাট, আলমারি, ড্রেসিং টেবিল, আলনা বাড়িতে থাকা আবশ্যক। এছাড়া ডাইনিং টেবিল, টিভি ক্যাবিনেট, র‌্যাকও দরকার। তবে মনে রাখতে হবে, এসব জিনিস চিরকালীন নয়। একটা সময় পর বদলাতেই হবে। সেটি মাথায় রেখে কিনুন।

২. শোবার ঘর ছোট হলে বক্সখাট কেনা সবচেয়ে বুদ্ধিমানের। তাহলে খাটের ভেতরের বাক্সে অনেক কিছু রাখা যাবে। তার পাশে লম্বাটে ড্রেসিং টেবিল। ঘরের অন্যদিকে আলমারি। আলমারি কিনুন ঘরের জায়গা অনুযায়ী। কাঠের ভারী আলমারি ছাড়াও কিনতে পারেন হালকা স্টিল কিংবা ফাইবারের আলমারি। শুধু দেখে নিতে হবে পর্যাপ্ত তাক এবং লকার রয়েছে কি না। তা কতটা সুরক্ষিত, সেটাও অবশ্যই দেখবেন আলমারি কেনার সময়।

৩. বসার ঘরে বড় সোফাসেট, টিভি ক্যাবিনেট রাখলে সবচেয়ে সুন্দর লাগে। তবে জায়গা কম হলে বড় সোফাসেটের বদলে রাখুন সেন্টার টেবিল আর সুন্দর ডিজাইনের হালকা কয়েকটি চেয়ার। দেয়ালে টিভির তাক কিংবা শোকেস সেট করে নিলে জায়গা বাঁচে অনেকটা। তাতে খরচও কমবে আর এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়াও সহজ হবে। চেষ্টা করবেন প্রতি আসবাবের রং পৃথক রাখতে। একটি ঘরে তা বৈচিত্র্য আনে।

৪. কাঠ ছাড়াও আজকাল বোর্ড, স্টিল, অ্যালুমিনিয়াম আর প্লাস্টিকের তৈরি আসবাব পাওয়া যায়। সেগুলি হালকা, ছোট ঘরে মানিয়েও যায় বেশ। আর দামও তুলনামূলকভাবে কম। কেনার আগে বেশ কয়েকটি দোকানে রেকি করে নিতে ভুলবেন না। এতে আপনার ধারণাও স্পষ্ট হবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বাজেটটাও একবার আরেকবার ঝালিয়ে নিতে পারবেন।
 

Link copied!