টুংটাং গিটার বাজাতে ভালোবাসেন অথচ আপনার কোন গিটার নাই। প্রথমবার গিটার কিনতে গেলেন। কিন্তু বুঝে উঠতে পারছেন কোনটা নেবেন। বিক্রেতাও নানান ধরণের গিটার দেখানোর কারণে আরও বেশি বিভ্রান্তি বেড়ে যায়। ফলে কোনটা কিনবেন না বুঝে যে কোন একটা নিয়ে নিলেন। কিছুদিন পরই অনুশোচনায় পড়তে হলো। তাই তো গিটার কেনার আগে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন-
বাজেট নির্ধারণ করুন
দোকানে যাওয়ার আগে বাজেট নির্ধারণ করে যান। নয়ত দোকানে গিয়ে নানান ধরণের গিটার দেখে নির্দিষ্ট মূল্যসীমার বাইরে চলে যেতে পারে। তাই আগে বাজটঠ নির্ধারণ করুন। তারপর সে অনুযায়ী দোকানে গিয়ে দোকানীকে আপনার বাজেট জানান এবং সেই সীমানার মধ্যে গিটার দেখাতে বলুন। এতে বাজেটের মধ্যে গিটার কেনা সহজ হবে।
ভালো ভাবে দেখে নিন
যে কোনও জিনিসের জন্য স্বাচ্ছন্দ্য গুরুত্বপূর্ণ। ব্যবহারে যদি কোন স্বাচ্ছন্দ্যই না থাকে তাহলে সেটা ব্যবহার করে আনন্দ পাওয়া যায় না। তাই গিটার কেনার সময় এটি স্বাচ্ছন্দ্য দিচ্ছে কি না তা দেখে নিন। এক্ষেত্রে গিটারের ওজন দেখুন। ওজন যদি স্বস্তিদায়ক হয় সেটা বাছাই করতে পারেন।
খেয়াল রাখতে হবে সম্পূর্ণ ফ্রেটবোর্ড যাতে মসৃণভাবে ধরা যায়। এতে করে দীর্ঘ সময় ধরে গিটার বাজাতে পারবেন।
পরীক্ষা করে নিন
গিটারের শব্দ যেন শ্রুতিমধুর সেটা খেয়াল রাখতে হবে। গিটারের নেক সোজা কি না যাচাই করুন। যদি এর স্ট্রিংগুলো ফ্রেটবোর্ড থেকে উঁচুতে থাকে, তাহলে সেটা নেবেন না কারণ এধরণের স্ট্রিংয়ে সঠিক কর্ড বাজালেও অনাকাঙ্ক্ষিত শব্দ তৈরি হতে পারে।
গিটার কেনার সময় সঙ্গে একজন অভিজ্ঞ লোক রাখতে পারলে ভালো হয়।