• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

এক রাতের জন্য ভাড়ায় মিলতো বিচিত্র এই দেশ!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৭:০৮ পিএম
এক রাতের জন্য ভাড়ায় মিলতো বিচিত্র এই দেশ!
সূত্র: সংগৃহীত

জামা-কাপড়, গাড়ি-বাড়ি ভাড়ায় পাওয়া যায়-এমন তথ্য তো সবাই জানেন। আবার বিশ্বের কিছু স্থানে তো প্রেমিক-প্রেমিকাও ভাড়ায় মেলে। কিন্তু গোটা দেশ ভাড়ায় পাওয়া যায় সেই খবর কি জানেন? না কোনো গল্পে নয়, বাস্তবেই একটি গোটা দেশ ভাড়া নেওয়ার সুযোগ পাবেন। সেই দেশটির নাম কী জানেন? আলোচিত সেই দেশটি হলো লিকটানস্টাইন।

ইউরোপের ছোট্ট একটি দেশ লিকটানস্টাইন। যাকে ঘিরে রয়েছে স্যুইৎজারল্যান্ড এবং অস্ট্রিয়া। এই দেশটির জনসংখ্যা মোট ৪০ হাজার। সেখানে কোনো কটেজ বা আইল্যান্ড নেই। তবে গোটা দেশটিই  বৈচিত্র্যময়।

বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, ২০১১ সাল পর্যন্ত ভাড়া পাওয়া যেত এই দেশটি। এক রাতের জন্য যে কেউ অর্থের বিনিময়ে এটি ভাড়া করতে পারতেন। তবে সেই অর্থের পরিমাণ হতো বিশাল অংকের। যা প্রায় ৭০ হাজার ডলারের মতো। এক রাতের জন্যই এই অর্থ দেওয়া হতো। শুধু তাই নয়, দেশটি ভাড়া করার পর লিকটানস্টাইনের রাজা নিজে দেশের চাবি এক রাতের জন্য হাতে তুলে দেন।

লিকটানস্টাইন দেশটি ভাড়া নেওয়া সহজ ছিল না। কী উদ্দেশ্যে ভাড়া নেওয়া হচ্ছে, তার বিস্তারিত তথ্য দেশের শহরে এবং এলাকার সাইনবোর্ডে প্রতিফলিত করার নিয়ম ছিল। এক রাতের জন্য ভাড়া করলে সেই সময়ের মধ্যে পুরো দেশটি ঘুরে বেড়ানো সুযোগ পেতেন অতিথিরা। আগত অতিথিরা দেশের যে কোনও কিংবদন্তি জায়গা ঘুরে দেখতেন। ঐতিহাসিক স্থানও পরিদর্শন করতে পারতেন। অতিথিরা এই দেশের ব্যক্তিগত অনুষ্ঠান এবং আল্পসের উপর আতসবাজি উপভোগ করার সুযোগও পেয়েছেন। এই অভিজ্ঞতা তাদের কাছে স্মরণীয় হয়ে রয়েছে।

এই অভিজ্ঞতা নেওয়ার সুযোগ বন্ধ হয়ে যায় ২০১১ সাল থেকেই। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভাইরাল ভিডিও শেয়ার করা হয়। এই ভিডিওর জেরে আবারও চর্চায় উঠে এসেছে এই দেশটি। লিকটানস্টাইন নিয়ে এই চমকপ্রদ তথ্য অনেকেরই অজানা ছিল। এই ভিডিওর মাধ্যমে সবাই জানতে পারেন সেই ইতিহাসের কথা।

Link copied!