বয়স যে শুধু মাত্র একটি সংখ্যা তার জীবন্ত প্রমাণ উইসডম। ৭৪ বছর বয়সে এসেও ডিম পেড়ে বাচ্চা ফুটিয়ে চলেছে লায়সান অ্যালবাট্রস প্রজাতির এই বুনো পাখি।
এই পাখিটি ১৯৫৬ সালে প্রথম চিহ্নিত হয়েছিল, জীববিজ্ঞানী চ্যান্ডলার রবিনস একে চিহ্নিত করে এর নাম দেন উইসডম। তখন তার বয়স ছিল মাত্র পাঁচ। পরবর্তী ৪৬ বছর পাখিটিকে আর দেখা যায়নি। ২০০২ সালের শেষ দিকে রবিনস আবার পাখিটিকে খুঁজে পান। এরপর থেকে বিশেষজ্ঞরা এর ওপর নজরদারি চালিয়ে আসছে।
সাধারণত এই প্রজাতির পাখিরা ১২ থেকে ৪০ বছর বাঁচে। তবে উইসডন সেই সীমা অতিক্রম করে এই মধ্যে ৭৪ এ পৌঁছে গেছে। এই বয়সে এসেও ডিম দিয়ে সবাইকে অবাক করে দিয়েছে প্রাচীন বুনোপাখিটি। তার শেষ বাচ্চাটি ২০২১ সালে ফোটে। তার জীবনে ৩০টিরও বেশি বাচ্চা জন্ম নিয়েছে বলে মনে করা হয়।
লায়সান অ্যালবাট্রস প্রজাতির পাখিরা সাধারণত তাদের জীবনদশায় একজন জীবন সঙ্গী বেছে নেন। উইসডম সেই সংখ্যাটাকেও অতিক্রম করেছে। এ পর্যন্ত পাখিটি তিনটি সঙ্গীর সাথে জীবন অতিবাহিত করেছে। সর্বশেষ উইজডম এই বছর একটি নতুন সঙ্গীর সাথে উত্তর প্রশান্ত মহাসাগরে মিডওয়ে অ্যাটল-জাতীয় বন্য প্রাণীর আশ্রয়স্থলে অবস্থান করছে বলে জানা যায় যুক্তরাষ্ট্রের মৎস্য ও বন্যপ্রাণী বিভাগ থেকে।