আপনাকে গোসল করিয়ে দেবে মেশিন। এমনকি গোসলের পর গা শুকিয়ে দেওয়ার কাজটিও করবে মেশিন। ২০২৫ সালে এমনই একটি যন্ত্র প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে জাপান।
গোসল করিয়ে গা শুকিয়ে দেওয়ার এই যন্ত্র নিয়ে আলোচনার শুরু আজকে নয়। অনেক দিন আগের কথা। ১৯৭০ সালে জাপানে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড এক্সপো। আর সেখানেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল একটি মেশিন। যার নাম মানুষ ধোয়ার মেশিন। সেই যন্ত্র আবারও আসছে নতুন রূপে। প্রদর্শিত হবে ২০২৫ সালের ওসাকা কানসাই এক্সপো-তে।
১৯৭০ সালের প্রথম মানুষ ধোয়ার এই মেশিনটি তৈরি করেছিল সানিয়ো ইলেকট্রিক কোম্পানি (বর্তমানে প্যানাসনিক হোল্ডিংস কর্পোরেশন)। সেসময় যন্ত্রটি বাণিজ্যিকভাবে সফল হয়নি।
এবার যন্ত্রটি তৈরি করছে ওসাকার সায়েন্স কোং। যন্ত্রটির নতুন সংস্করণের নাম দেওয়া হয়েছে ‘মিরাই নিনগেন সেনতাকুকি’ বা ভবিষ্যতের মানুষ ধোয়ার মেশিন। যন্ত্রটি ওসাকা অঞ্চল ও নগর সরকার পরিচালিত ওসাকা হেলথকেয়ার প্যাভিলিয়নে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।
নতুন সংস্করণ এই যন্ত্রটি অনেকটা ফাইটার জেট বিমানের ককপিটের মতো দেখতে। কোনো ব্যক্তি যন্ত্রটিতে গোসল করতে চাইলে যন্ত্রটির মাঝখানে বসতে হবে। মাঝখানে বসলে এটি পানি দিয়ে ভরে ওঠে। সিটে বসানো সেন্সর ব্যবহারকারীর পালস ও অন্যান্য শারীরবৃত্তীয় তথ্য বিশ্লেষণ করে গোসলের জন্য উপযুক্ত তাপমাত্রা ঠিক করে দিতে হবে।
একজন মানুষের গোসল করা ও গা শুকানোর পুরো প্রক্রিয়া শেষ করতে সময় লাগে ১৫ মিনিট। প্রতিদিন এই মেশিনে ৭-৮জন মানুষ গোসল করতে পারবে।