• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

ঈদের চাঁদ দেখে যে দোয়া পড়তে হয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ১০:১১ পিএম
ঈদের চাঁদ দেখে যে দোয়া পড়তে হয়
ছবি: সংগৃহীত

ইসলাম ধর্মে নতুন চাঁদ ওঠার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইসলামের ইবাদতগুলো চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত। নতুন চাঁদ উঠলে আল্লাহ্ র কাছে দোয়া করা সুন্নত। মহানবী আকাশে নতুন চাঁদ দেখলে বিশেষ দোয়া করতেন।।

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। কিন্তু যদি আকাশে মেঘ থাকে, তাহলে গণনায় ৩০ পূর্ণ করে নাও।‍‍` (বুখারি, হাদিস : ১৯০০)

হাদিসে নতুন চাঁদ দেখার একটি দোয়া বর্ণিত হয়েছে। তালহা বিন উবাইদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়া পড়তেন। (তিরমিজি, হাদিস : ৩৪৫১)

দোয়াটি হলো- আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।

অর্থ : হে আল্লাহ, তুমি ওই চাঁদকে আমাদের ওপর উদিত কর নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে। (হে চাঁদ) আমার ও তোমার প্রতিপালক আল্লাহ।

আরবি দশম মাস শাওয়ালের ১ তারিখ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। দীর্ঘ এক মাস রোজা রাখার পর আকাশে শাওয়ালের নতুন চাঁদ দেখা যায়। সেই চাঁদ দেখে উক্ত দোয়াটি পড়া সুন্নত।

Link copied!