• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০, ২১ শা'বান ১৪৪৬

নারীরা যে বয়সে সবচেয়ে আকর্ষণীয় থাকেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৫:৩১ পিএম
নারীরা যে বয়সে সবচেয়ে আকর্ষণীয় থাকেন
সূত্র: সংগৃহীত

বয়স বাড়লে সৌন্দর্য কমতে থাকে-এমন ধারণা অনেকেরই রয়েছে। তবে জানেন কি, সৌন্দর্য বয়সের ওপর নির্ভর করে না। বরং এটি অন্যের দৃষ্টিভঙ্গির উপরই নির্ভর করে। একেক জনের চোখে একেক জন সুন্দর হয়। তবে সব নারীর মধ্যেই সুন্দর থাকার একটা বিশেষ সময় রয়েছে। অর্থাত্ নারী নির্দিষ্ট একটি বয়সেই সবচেয়ে বেশি সুন্দরী থাকেন। হ্যা, এমনই তথ্য উঠে এসেছে সম্প্রতি গবেষণায়।

সৌন্দর্য ব্যক্তিগত উপলব্ধির বিষয়। যা সমাজ ও সংস্কৃতির ওপর অনেকটাই নির্ভর করে এবং পরিবর্তিত হয়। সম্প্রতি এক গবেষণায় জানা যায়, নারীরা একটি বিশেষ বয়সেই সবচেয়ে সুন্দরী হয়ে ওঠেন। নর্ডকেম নামে একটি সংস্থা এই বিষয়ে গবেষণা পরিচালনা করে। গবেষণায় বলা হয়, ২০ থেকে ৩০ বছর বয়সের নারীরা ১৮-১৯ বছর বয়সীদের তুলনায় বেশি আকর্ষণীয় হন। ওই সময়ই নারীরা বেশি সুন্দরী থাকেন।

গবেষকরা জানান, সময়ের সঙ্গে সঙ্গে নারীরা মানসিকভাবে আরও পরিণত হন। আত্মনির্ভরশীল হন। নিজেদের গ্রহণ করার ক্ষমতা বেড়ে যায়। এতে তারা আরও আকর্ষণীয় হয়ে উঠে।

গবেষণায় প্রায় ১৬ হাজার নারী অংশ নেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী জানা যায়, ২৩ থেকে ২৭ বছর বয়সের মধ্যেই তারা দেখতে সবচেয়ে সুন্দর হয়েছেন। কারণ এই বয়সে নারীরা পরিণত হন এবং আরও সুন্দরী হয়ে উঠেন।

‍‍`অ্যালুর‍‍` (Allure) নামক সংস্থা এই বিষয়ে আরও একটি গবেষণা করা হয়। গবেষণায় জানা যায়, অধিকাংশ পুরুষদের মতানুযায়ী নারীরা ২৯ বছর বয়সে সবচেয়ে সুন্দরী থাকেন। অন্যদিকে নারীরা নিজেদের সৌন্দর্যের চূড়ান্ত বয়স হিসেবে দেখছেন ৩১ বছরকে।

‍‍`অ্যালুর‍‍` এবং আরও একটি সংগঠন যৌথভাবে ২ হাজার জনের ওপর সমীক্ষা চালায়। সমীক্ষায় দেখা যায়, পুরুষ ও নারীরা উভয়েই মনে করেন, নারীরা ৩০ বছর বয়সেই সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠেন।

সুতরাং অল্পবয়সেই নারীরা বেশি সুন্দরী থাকেন-এই ধারণা থেকে বেরিয়ে এসেছেন অনেকেই। আধুনিক যুগের ধারণা অনুযায়ী, নারীরা পরিণত বয়সেই বেশি সুন্দরী ও আকর্ষণীয় হয়ে উঠেন। এই সময় তাদের বাহির ও ভেতরের সৌন্দর্য একইসঙ্গে প্রকাশ পায়। আর তারা ব্যক্তিত্বসম্পন্ন হয়ে উঠেন।

Link copied!