সোনা মূল্যবান ধাতু। দিন দিন যেন এর মূল্য বেড়েই চলেছে। শখে সোনার অলংকার বানান অনেকে। আবার বিয়েতে কনে-বরের জন্য কিংবা উপহারের জন্য সোনার অলংকার কেনা হয়। ভাবুন তো, মূল্যবান এই ধাতু যদি সহজলভ্য হতো! সোনার তৈরি কত কিছুই না পাওয়া যেত। পৃথিবীতে এমন চিত্র এখন অলৌকিক মনে হয়। তবে পৃথিবীর কাছেই এক বিশাল এক গ্রহাণু রয়েছে। যেখানে শুধু সোনা আর সোনা পাওয়া যায়!
এই গ্রহাণুর নাম হচ্ছে ‘সাইকি’৷ যেখানে শুধু সোনা নয়, রয়েছে আরও মূল্যবান ধাতু। সম্প্রতি এই গ্রহাণুর বিশদ বিশ্লেষণের জন্য মিশন শুরু করেছে নাসা।
নাসা জানায়, সাইকি একটি বৃহৎ গ্রহাণু। এটি মহাবিশ্বের এমন একটি গ্রহাণু, যা সোনা, প্লাটিনাম এবং অন্যান্য মূল্যবান ধাতুতে পরিপূর্ণ। বিজ্ঞানীরা একে "গোল্ড প্ল্যানেট" বলেও অভিহিত করেন। এই গ্রহাণুটি, যা "১৬ সাইকি" নামে পরিচিত।
১৮৫২ সালের ১৭ মার্চ ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী আনিবাল ডি গ্যাসপারিসের দ্বারা এই বড় গ্রহাণুটি আবিষ্কৃত হয়। এটি মঙ্গল ও বৃহস্পতির মাঝে অবস্থিত। প্রায় পাঁচ পৃথিবী বছর ধরে সূর্যের চারদিকে ঘোরে।
নাসার বিজ্ঞানীরা জানান, সাইকি’র কোরে মূলত লোহা ও নিকেল রয়েছে। এছাড়াও প্রচুর পরিমাণে সোনা ও প্লাটিনামে ভরপুর। ২০২৩ সালের ১৩ অক্টোবর এই গ্রহাণুটির উপর একটি মহাকাশ অভিযান শুরু করেছে নাসা। যা ২০২৯ সালে সাইকি’র কক্ষপথে পৌঁছাবে এবং এর মূল্যবান খনিজগুলো অধ্যয়ন করা যাবে।