• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩০, ২৮ শা'বান ১৪৪৬

যে ব্লাড গ্রুপের মানুষের বুদ্ধি বেশি হয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৮:০৬ পিএম
যে ব্লাড গ্রুপের মানুষের বুদ্ধি বেশি হয়
সূত্র: সংগৃহীত

একেকজনের ব্যক্তিত্ব একেকরকম। বুদ্ধিমত্তার দিক থেকেও প্রত্যেকে আলাদা। কারো তীক্ষ্ণ বুদ্ধি থাকে তো, কেউ হোন একদমই বুদ্ধিহীন। আবার কেউ কেউ সামান্য বুদ্ধি দিয়ে কোনোমতো চলে যেতে পারেন। এভাবেই একেকজনের জ্ঞান-বুদ্ধির মধ্যে পার্থক্য থাকে। তবে জানেন কি, মানুষ কতটা বুদ্ধিসম্পন্ন হবে তা রক্তের গ্রুপের উপরও নির্ভর করে। হ্যা, সম্প্রতি গবেষণার তথ্য এমনটাই জানিয়েছে।

সম্প্রতি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া দ্বারা পরিচালিত একটি গবেষণায় এই চমকপ্রদ তথ্য উঠে এসেছে। যেখানে বলা হয়েছে, বি পজিটিভ (B+) রক্তের গ্রুপের মানুষের মস্তিষ্ক অন্যান্য রক্তের গ্রুপের তুলনায় তীক্ষ্ণ হয়।

গবেষণায় বলা হয়, বি পজিটিভ (B+) রক্তের গ্রুপের মানুষের মস্তিষ্কে পেরিটোনিয়াল এবং টেম্পোরাল লোব বেশি সক্রিয় হয়। তাদের চিন্তার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেশি হয়। এমনকি তাদের স্মৃতিশক্তিও ভালো থাকে। শুধু তাই নয়, এই গ্রুপের মানুষ সমস্যার সমাধানও তাড়াতাড়ি করতে পারেন।

গবেষকরা জানান, বি পজিটিভ গ্রুপের মানুষদের রক্ত ​​সঞ্চালন অন্য গ্রুপের তুলনায় ভালো থাকে। যখন সঠিক পরিমাণ অক্সিজেন মস্তিষ্কে পৌঁছায়, তখন মস্তিষ্কের কোষগুলো আরও সক্রিয় হয়। যা তাদের চিন্তার গতি এবং স্মৃতিশক্তিকে আরও উন্নত করে। তাই তারা কোনো বিষয় দীর্ঘদিন মনে রাখতে পারেন। তারা যে কোনও পরিস্থিতিতে শান্ত থাকতে পারেন। দ্রুত সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।

বি পজিটিভ গ্রুপের মানুষের সৃজনশীলতাও অন্যান্য রক্তের গ্রুপের চেয়ে বেশি হয়। তারা নতুন কিছু আবিষ্কারে পারদর্শী হন। তাদের মস্তিষ্কের কার্যকলাপের মাত্রা অন্যান্য রক্তের গ্রুপের মানুষের তুলনায় বেশি হয়। তাই তাদের আইকিউ ভালো থাকে।

গবেষকরা আরও জানান, বি পজিটিভ ব্লাড গ্রুপের মানুষদের রক্ত ​​সঞ্চালন ভালো হয়। যার কারণে  মস্তিষ্কে অক্সিজেন বেশি সরবরাহ হয়। যা তাদের চিন্তাশক্তিকে প্রভাবিত করে। যার কারণে অন্যান্য রক্তের গ্রুপের তুলনায় তাদের বুদ্ধি ভালো হয়।

Link copied!